For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারে একমাত্র বিজেপিই, স্বীকারোক্তি অধীরের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দাদা
কলকাতা, ১৭ নভেম্বর: শুধু রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য কিংবা তথাগত রায় নন, পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে 'আশাবাদী' অধীর চৌধুরীও! বিজেপি যে আগামী বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতায় আসতে পারে, রাখঢাক না করে সেই কথা বলেছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির এহেন মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে।

স্পষ্ট কথা বলতে বরাবরই ভালোবাসেন অধীরবাবু। তাই গতকাল মালদহের চাঁচলে একটি জনসভায় তিনি বলেন, "২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সরানোর ক্ষমতা নেই কংগ্রেসের। কারণ আমরা এখনও তৃণমূলের বিকল্প হয়ে উঠতে পারিনি। তবে রাজ্যে যে বাতাবরণ তৈরি হয়েছে, তাতে বিজেপি তৃণমূলের বিকল্প হয়ে উঠতে পারে। এমনকী, আগামী বিধানসভা ভোটে বিজেপি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারে। সেটা অসম্ভব নয়।"

এদিকে, যে বিজেপির সঙ্গে কংগ্রেসের সাপে-নেউলে সম্পর্ক, তাদের প্রশংসা করায় দলে গুঞ্জন শুরু হয়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর বলেন, "আসলে জেলায় জেলায় আমাদের দলের সাংগঠনিক ঘাটতি রয়েছে। প্রদেশ সভাপতি সেটাই মেনে নিয়েছেন। চেষ্টা চলছে আমাদের সংগঠন মজবুত করার।" একই সুরে অধীর-শিবিরের বক্তব্য, বিজেপি একটি সাম্প্রদায়িক দল। বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যের সংখ্যালঘুরা আরও বিপদে পড়বেন। সেটাই পরোক্ষে বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

English summary
BJP may dethrone TMC, says Congress leader Adhir Chowdhury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X