For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের রোডম্যাপ তৈরি বিজেপির, চিন্তন শিবিরে তৃণমূলের মোকাবিলায় ছ-দফা সিদ্ধান্ত

লোকসভা নির্বাচনে বঙ্গে উত্থান হয়েছে বিজেপির। দুই থেকে বেড়ে ১৮-য় পৌঁছে গিয়েছে তারা। সেই ফল দেখে আত্মতুষ্ট না হয়ে ২০২১-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বিজেপি।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনে বঙ্গে উত্থান হয়েছে বিজেপির। দুই থেকে বেড়ে ১৮-য় পৌঁছে গিয়েছে তারা। সেই ফল দেখে আত্মতুষ্ট না হয়ে ২০২১-এর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বিজেপি। বিজেপির চিন্তন শিবির থেকে রোডম্যাপ তৈরি হয়ে গেল ২০২১-এর। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে প্রকৃত পরিবর্তন আনাই লক্ষ্য বিজেপির।

একুশের রোডম্যাপ তৈরি বিজেপির, তৃণমূলের মোকাবিলায় ছ-দফা সিদ্ধান্ত চিন্তন শিবিরে

সুনীল দেওধর থেকে শুরু করে শিবপ্রকাশ, অরবিন্দ মেননদের উপস্থিতিতে রাজ্যে বিজেপির কী করণীয় তার তালিকা তৈরি করে দেওয়া হয়। সিদ্ধান্ত হয়- ১)নীচুতলার কর্মীদের মনোবল বাড়াতে অধিক সংখ্যায় কর্মসূচি আয়োজন করতে হবে। ২) তৃণমূলের মোকাবিলায় বুথস্তরে কর্মী সংখ্যা বাড়াতে হবে। ৩) কেন্দ্রের প্রকল্পগুলি রাজ্যের মানুষের কাছে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে। ৪) বিজেপি সাংসদদের সপ্তাহে দুদিন এলাকায় যেতে হবে। ৫) সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে এলাকার নেতা-কর্মীদের। ৬) মানুষ যে বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সেই বিশ্বাসের মর্যাদা রাখাত হবে।

[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]

এছাড়াও কর্মীদের মনোবল বাড়াতে বেশি করে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার কথা বলা হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। শাসকদলের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে হবে মনোবল চাঙ্গা করতে।

English summary
BJP makes road map to defeat TMC in 2021 assembly election. BJP now six decision to stay with people of West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X