For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ আসনে ৫ প্রার্থী বিজেপির! তালিকা তৈরি করে অমিতের দরবারে হাজির দিলীপরা

ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এই অবস্থায় বিজেপি শুক্রবার প্রার্থী ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। তার আগে অমিত শাহ গোটা বঙ্গ বিজেপিকে তলব করেছে দিল্লিতে।

Google Oneindia Bengali News

ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। প্রার্থী বাছাই নিয়ে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এই অবস্থায় বিজেপি শুক্রবার প্রার্থী ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। তার আগে অমিত শাহ গোটা বঙ্গ বিজেপিকে তলব করেছে দিল্লিতে। দিল্লির বৈঠকেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থীর নাম। তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি নেতৃত্ব।

বহু নামের তালিকা বিজেপির হাতে

বহু নামের তালিকা বিজেপির হাতে

বিজেপিতে এখন অনেক নাম। কারণ তৃণমূল ভেঙে অনেকেই এসেছেন বিজেপিতে। আবার আদি বিজেপি নেতারা আছেন। তারপর মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের অনুগামীরা রয়েছেন। রয়েছেন অমিত শাহের দূতের ঠিক করা নামের তালিকাও। তার সঙ্গে আছেন আরএসএস মনোনীত নামও। এইসব নাম নিয়েই আলোচনা হবে, যিনি যোগ্যতর হবেন, তিনি এবার প্রার্থী হবেন।

অমিত শাহ নিজে সিদ্ধান্ত নেবেন এবার

অমিত শাহ নিজে সিদ্ধান্ত নেবেন এবার

আপাতত বিজেপি প্রথম দু-দফার ৬০টি আসনে প্রার্থী বাছাই করার প্রস্তুতি নিয়েছেন। ৬০ আসনের জন্য ৩০০ জনের নামের তালিকা এ্খন বিজেপির হাতে। সেই তালিকা ধরেই কেন্দ্রওয়াড়ি আলোচনা হবে। তারপর চূড়ান্ত হবে নাম। সবার সঙ্গে কথা বলে অমিত শাহ নিজে সিদ্ধান্ত নেবেন, কাকে প্রার্থী করা সঠিক হবে।

টিকিট দেওয়া হবে কাদের, তরজা শুরু

টিকিট দেওয়া হবে কাদের, তরজা শুরু

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, অন্য দল থেকে এলেই যে তাঁকে প্রার্থী করা হবে, এমন কোনও মানে নেই। যাঁকে জয়ের ব্যাপারে যোগ্য মনে করবে দল, তাঁকেই টিকিট দেওয়া হবে। তিনি বিজেপির আদি নেতা হতে পারেন, আবার অন্য দল থেকে আসা নব্য নেতাও হতে পারেন।

৩০০ জনের মধ্যে থেকে ৬০ প্রার্থী

৩০০ জনের মধ্যে থেকে ৬০ প্রার্থী

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা অমিত শাহ নিজে মনে করছেন, যে প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি তাকবে, তাঁকেই প্রার্থী করা হবে। কোন আসনে কার জয়ের সম্ভাবনা বেশি, তা খতিয়ে দেখতেই বৈঠকের আয়োজন করা হয়েছে। ৩০০ জনের মধ্যে থেকে ৬০ জনকে বেছে নেওয়াই এখন চ্যালেঞ্জ বিজেপির।

English summary
BJP makes a list of candidates of 300 for 60 seats in West Bengal Assembly Election 2021.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X