For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের বিধায়ক হলেও লাটসাহেব নয়! বিজেপি নেতার মেয়ের 'অপহরণ' কাণ্ডে তোপ অনুব্রত-র

তিনদিন পর বিজেপি নেতার কন্যা অপহরণ কাণ্ডের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী বিজেপি নেতা সুপ্রভাত বটব্যালকেই।

  • |
Google Oneindia Bengali News

তিনদিন পর বিজেপি নেতার কন্যা অপহরণ কাণ্ডের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযোগকারী বিজেপি নেতা সুপ্রভাত বটব্যালকেই। তৃণমূলের একাংশ এই কাণ্ডে জড়িত কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা বীরভূম জেলা তৃণমূল সভাপতির কথায় দলের বিধায়ক হলেও লাটসাহেব নয়। গোটা ঘটনাই পরিকল্পিত বলে দাবি করেছে বীরভূম জেলা পুলিশ।

দলের বিধায়ক হলেও লাটসাহেব নয়! বিজেপি নেতার মেয়ের অপহরণ কাণ্ডে তোপ অনুব্রত-র

রবিবার সকালে উত্তরবঙ্গের ডালখোলা থেকে উদ্ধার করা হয়, বিজেপি নেতা সুপ্রভাব বটব্যালের মেয়ে প্রথমা বটব্যালকে। গ্রেফতার কথা হয় দুই যুবক রাজু সরকার এবং দীপঙ্কর মণ্ডলকে। দুজনেই নকশালবাড়ির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দুজনের সঙ্গেই অপহরণকাণ্ডের আগের দিন বিজেপি নেতা সুপ্রভাত বটব্যাল দেখা করেছিলেন বীরভূমে। সেঅর্থে সবাই পূর্ব পরিচিত।

শনিবার তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম লাভপুরে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জনতা বিধায়ককে তাড়া করে। প্রাণ বাঁচাতে বিধায়ককে থানায় আশ্রয় নিতে হয়। যদিও এই ঘটনায় বিধায়ক কিংবা বিধায়ক ঘনিষ্ঠ কারও হাত আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বিধায়ক ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন সিপিএম নেতা তথা শিক্ষক হিসেবে অবসর নেওয়া সুপ্রভাত বটব্যালের মেয়ে জেরায় মনিকাকুর নাম করেছে বলে জানা গিয়েছে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, দলের বিধায়ক হলেও লাটসাহেব নয়।

সূত্রের খবর অনুযায়ী, শনিবারই কলকাতার হাসপাতালে ভর্তি হন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। চিকিৎসার জন্য তিনি মুম্বই যাচ্ছেন বলে জানা গিয়েছে।

English summary
BJP leaders arrest for his Daughter's abduction at Labhpur in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X