উত্তপ্ত পূর্ব বর্ধমান! গভীর রাতে গুলিবিদ্ধ বিজেপি নেতা, অভিযোগ তৃণমূলের দিকে
গভীর রাতে ভাতারে শুটআউট। বাড়িতে গিয়ে বিজেপি নেতাকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি। বিজেপি নেতা কৃষ্ণকলি সামন্তর হাতে আঘাত লেগেছে। তাঁকে ভর্তি করানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।

প্রচার সেরে গভীর রাতে বাড়ি ফেরেন ভাতারের বিজেপি নেতা। সূত্রের খবর অনুযায়ী, সেই সময় প্রথম গুলি করা হয়। প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেন, দ্বিতীয় গুলি করার সময় তিনি আড়াল করতে যান। গুলি লাগে নেতার কনুইয়ে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ভর্তি করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
[আরও পড়ুন: বিজেপির পালে হাওয়া আগের থেকে জোরদার! কারণ জানিয়ে আসন সংখ্যা জানালেন মোদী]
জেলা বিজেপির অভিযোগ, এলাকায় তাদের শক্তিবৃদ্ধিতে ভীত হয়েই তৃণমূল হামলা চালিয়েছে। অন্যদিকে জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি প্রার্থীপদ-সহ
বিভিন্ন বিষয়ে দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তার জেরেই এই হামলার ঘটনা।
[আরও পড়ুন:লোকসভা : রায়গঞ্জে তৃণমূলের নির্বাচনী প্রচারে অঙ্কুশ-পায়েল-ফিরদৌস]
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]