For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তথাগত-দিলীপ এবার মুখোমুখি হচ্ছেন! হাইভোল্টেজ বৈঠক নিয়ে টুইটে চড়ল জল্পনার পারদ

তথাগত-দিলীপ এবার মুখোমুখি হচ্ছেন! হাইভোল্টেজ বৈঠক নিয়ে টুইটে চড়ল জল্পনার পারদ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির রাজনীতিতে নেতৃত্বের কাহিনীতে যে তিন চরিত্র মুখ্য রূপে উঠে আসছেন, তাঁর মধ্যে একজন তথাগত রায়। বাকিরা অবশ্যই দিলীপ ঘোষ ও মুকুল রায়। দলীয় কোন্দলের নানা দিকের নানা খবর এযাবৎকালে বঙ্গ বিজেপিকে নিয়ে উঠে এসেছে। এবার সেই প্রেক্ষাপটে প্রাক্তনের সঙ্গে বর্তমানের সাক্ষাৎ! বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের সঙ্গে এবার বৈঠকে বসতে চলেছেন বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজয়বর্গীয়-তথাগত বৈঠক

বিজয়বর্গীয়-তথাগত বৈঠক

উল্লেখ্য, সংবাদমাধ্যমে উঠে এসেছিল এর আগে যে, তথাগত রায় মেঘালয়ের রাজ্যপালের দায়িত্বপর্বের পাট চুকিয়ে রাজ্যে আসতেই হাইকমান্ডের কাছে বেশ কিছু বক্তব্য পেশ করেন। তিনি রাজ্য বিজেপির পরিচালনার ক্ষেত্রে বহু ভুল ত্রুটি নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তুলে ধরে ছিলেন।

কৈলাস ও তথাগতর বক্তব্য

কৈলাস ও তথাগতর বক্তব্য

কৈলাসের সঙ্গে বৈঠকের পর তথাগত জানিয়েছেন, তিনি অর্থ বা ক্ষমতার মোহের বশে নেই। তিনি বলেন,'ঈশ্বর আমাকে অর্থ ও সম্মান দুইই দিয়েছেন। তাই এই চাহিদা নিয়ে আমি বিজেপিতে যোগদান করতে চাই না।' এদিকে, বৈঠকের পর কৈলাস বিজয়বর্গীয় জানান, বঙ্গ বিজেপি ২০২১ ভোটে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রূরে 'প্রজেক্ট' করতে এগোচতে চায়না। ফলে দুই বক্তব্য ঘিরে জল্পনা রয়েই গিয়েছে।

 এরপর আর এক হাইভোল্টেজ বৈঠকের বার্তা

এরপর আর এক হাইভোল্টেজ বৈঠকের বার্তা

এই দুই বক্তব্য মিলিয়ে যখন বঙ্গ বিজেপিতে জল্পনার পারদ উর্ধগামী তখন, তথাগত রায় নিজেই টুইটে নস্যাৎ করলেন কোনও 'দ্বন্দ্ব' এর খবর। তিনি সাফ জানান, নিউটাউনে আগমীকাল রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন। উল্লেখ্য, ওই বাড়িতেই দিলীপ ঘোষ নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। এদিনের টুইটে একটি মজার ঘটনার উল্লেখ করে মুকুল প্রসঙ্গ টানেন। যেখানে 'একসঙ্গে জোটবদ্ধ হয়ে' বৈঠকের বার্তা তিনি তুলে ধরেন।

'বাংলার হিন্দুদের জন্য অবদান রাখতে চাই'..

'বাংলার হিন্দুদের জন্য অবদান রাখতে চাই'..

দিলীপ-মুকুল দ্বন্দ্ব ঘিরে যখন রাজ্যের পারদ চ়ড়েছে তথা তা শেষমেশ যখন প্রশমনের পথে এগিয়েওছে , ঠিক তখনই বঙ্গ বিজেপির রাজনীতিতে এন্ট্রি নিচ্ছেন তথাগত রায়। তিন চরিত্রের সমারোহে রাজনীতির আঙিনা জমজমাট। জল্পনা চড়ছে বিজেপির মুখ্যমন্ত্রী পদের মুখ নিয়েও! এদিকে,
তথাগত রায় জানিয়েছেন, 'আমি বাংলার হিন্দুদের জন্য কিছু অবদান রাখতে চাই। আর তা করতে গেলে ২০২১ সালে বিজেপির ক্ষমতায় আসা দরকার।'

 বিজেপিতেই শোভন থাকছেন! চূড়ান্ত জল্পনার মাঝে পদ্ম-ঘরে কোন হাওয়া বিজেপিতেই শোভন থাকছেন! চূড়ান্ত জল্পনার মাঝে পদ্ম-ঘরে কোন হাওয়া

English summary
BJP leader Tathagata Roy to meet Dilip Ghosh today amid speculations of rift
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X