For Quick Alerts
For Daily Alerts
গরু পাচারকাণ্ডের তৃণমূল জড়িত, একযোগে আক্রমণ কংগ্রেস-বিজেপির, পাল্টা তোপ দাগলেন সৌগত
গরুপাচারকাণ্ডের সঠিক তদন্ত হলে তৃণমূল উজার হয়ে যাবে। পুলিস, এসপি থেকে জেলা শাসক, তৃণমূল নেতা সকলে জড়িত রয়েছেন। কেউ বাঁচবে না গ্রেফতারি থেকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একই সুরে গোরু পাচারকাণ্ডে সুর চড়িয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। পুলিস এবং জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ রয়েছে গরুপাচারকারীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
{photo-feature}

কলকাতা: সোশ্যাল মিডিয়ার গলা টিপতে পারছে না তৃণমূল, দিলীপ ঘোষ
'মুকুল-দিলীপরা একেবারেই অপদার্থ! ২০২১ নির্বাচনের আগেই প্রমাণ করে দিল বিজেপি’