For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'করোনার থেকেও খারাপ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি', কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু

'করোনার থেকেও খারাপ রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি', কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু

Google Oneindia Bengali News

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ জায়গায় পৌঁছে গিয়েছে। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এই নিেয় এবার সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চার পাতার চিঠিতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মহামারীর আকার ধারন করেছে। একের পর মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু রাজ্য সরকার তথ্য গোপন করে চলেছেন। তাই কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি রাজ্য

ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি রাজ্য

করোনা সংক্রমণের মতই প্রচণ্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ডেঙ্গির। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। হাওড়া, হুগলি দুই ২৪ পরগনা। ওদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় ডেঙ্গি পরিসস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। কলকাতা শহরেও ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যায়। ইতিমধ্যেই কলকাতা শহরে একাধিক ব্যক্তি মারা গিয়েছেন েডঙ্গি সংক্রমণে। মুখ্যমন্ত্রীর নিেজর ওয়ার্ডেই ডেঙ্গি সংক্রমণে একজন মারা গিয়েছেন। বেলেঘাটা আইডি হাসপাতােলর অ্যাসিস্ট্যান্ট সুপার মারা গিয়েছেন ডেঙ্গি সংক্রমণে।

বিক্ষোভ বিজেপির

বিক্ষোভ বিজেপির

রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে এই অভিযোগ করে গত কয়েকদিন ধরেই ময়দানে নেমেছে বিজেপি। গত সপ্তাহে কলকাতা পুরসভা অভিযানে নেমেছিল বিজেপি। এই নিয়ে সেন্ট্রালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পল। তাঁদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। তাঁরা অভিযোগ করেছেন জোর করে তাঁদের পুরসভায় যেতে দেওয়া হয়নি। রাজ্যে ডেঙ্গিতে মানুষ মরছে আর পুরসভা চুপ করে দেখছে।

শুভেন্দুর চিঠি

শুভেন্দুর চিঠি

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে শেষে কেন্দ্রেল হস্তক্ষেপ দাবি করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চার পাতার চিঠিতে লিখেছেন, ডেঙ্গি নিয়ে তথ্য গোপন করছে রাজ্য সরকার। অনেকেই মারা যাচ্ছেন তাঁদের তথ্য প্রকাশ করা হচ্ছে। ডেথ সার্টিপিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গি লিখতে দেওয়া হচ্ছে না। এমনকী কতজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সেই তথ্যও গোপন করছে রাজ্য সরকার। রাজ্যবাসীকে বাঁচাতে তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ জরুরি বলে চিঠিতে লিখেছেন শুভেন্দু অধিকারী।

কড়া ব্যবস্থা নেওয়ার দাবি

কড়া ব্যবস্থা নেওয়ার দাবি

রাজ্যের স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদাসীন। তাঁরা কোনও রকম পদক্ষেপই করছে না। এই সব স্বাস্থ্য দফতরের কর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

ঝালদা পুরসভার আস্থা ভোটে স্থগিতাদেশ, কবে ভোট তাও জানিয়ে দিল হাইকোর্টঝালদা পুরসভার আস্থা ভোটে স্থগিতাদেশ, কবে ভোট তাও জানিয়ে দিল হাইকোর্ট

English summary
Suvendu Adhikary write letter to Union health minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X