For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওরকম পচা আলু তৃণমূলে মানায়' অনুব্রত মণ্ডলকে নজির বিহীন আক্রমণ সুকান্ত মজুমদারের

'ওরকম পচা আলু তৃণমূলে মানায়' অনুব্রত মণ্ডলকে নজির বিহীন আক্রমণ সুকান্ত মজুমদারের

Google Oneindia Bengali News

সুকান্ত মজুমদারকে নিশানা অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডলকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন সুকান্ত মজুমদার। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, 'ওরকম পচা আলু বিজেপিতে নেওয়া যাবে না। আমি যতদিন রাজ্য সভাপতি আছি, এমন পচা আলু আমরা রাখব না। ওরকম পচা আলু তৃণমূলে মানায়'। প্রসঙ্গত উল্লেখ্য অনুব্রত মামলা নিয়ে সিবিআইয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তিনি সিবিআইকে তীব্র ভর্ৎসনা করে বলেছেন দ্রুত যেন মামলা নিয়ে পদক্ষেপ করা হয়।

অনুব্রতকে নিশানা সুকান্তর

অনুব্রতকে নিশানা সুকান্তর

গরুপাচার কাণ্ডে জেলে রয়েছেন সুকান্ত মজুমদার। সামনেই আবার পঞ্চায়েত নির্বাচন। তা নিয়ে বার্তাও দিয়েছেন কেষ্ট। তার পাল্টা জবাবে কেষ্টকে পচা আলুর সঙ্গে তুলনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, 'ওরকম পচা আলু বিজেপিতে নেওয়া যাবে না। আমি যতদিন রাজ্য সভাপতি আছি, এমন পচা আলু আমরা রাখব না। ওরকম পচা আলু তৃণমূলে মানায়।' এক কথায় অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দিতে নারাজ তিনি।

পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা

পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা

পঞ্চায়েত ভোট নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে শাসক দলের শিবিরে। কয়েকদিন আগে বাঁকুড়ায় মদন একটি সভায় মদন মিত্র হুঁশিয়ারি দিয়েছিলেন এবার ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারবে না বিজেপি। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। তার পরে আবার অনুব্রত মণ্ডল জেল থেকেই পঞ্চায়েত ভোটের টনিক দিয়েছেন। তিনি বলেছেন সারাজীবন কিন্তু জেলে থাকবেন না। এক কথায় পঞ্চায়েত ভোটের আগে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন বীরভূমের েই বাহুবলী নেতা। জেলে থাকলেও বীরভূমে তৃণমূলের রাশ যে এখনও তাঁর হাতেই রয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। কেষ্টকে বীরের সম্মানে জেল থেকে বের করে আনার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জামিন খারিজ

জামিন খারিজ

বারবার জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের। আদালতে বারবার তাঁর জামিনের আর্জি জানিয়েছেন আইনজীবী। কিন্তু প্রতিবারই প্রভাবশালী তকমা দিয়ে সেই জামিনের বিরোধিতা করেছে সিবিআই। তারা দাবি করেছে অনুব্রত মণ্ডল প্রভাবশালী নেতা তাঁকে ছা়ড়া হলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। বারবারই তাঁর জামিন খারিজ হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে একাধিকবার তলব করেছে ইডি সিবিআই। আগামংী ২ নভেম্বর ফের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছে।

সুকান্তর হুঁশিয়ারি

সুকান্তর হুঁশিয়ারি

পঞ্চায়েত ভোট নিয়ে শাসক দলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন গতবার বিজেপি ৭০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি। এবার বিজেপি কর্মীদের পাশে তিনি রয়েছেন। তাঁর উপস্থিতিতে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন। কারা তাঁদের বাধা দেয় সেটা তিনি দেখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। রীতি মত হুমকির সুরে তিনি বলেছেন আমাদের প্রার্থীরা লাঠি খেলে আমিও খেলি। দলীয় কর্মীদের চাঙ্গা করতে একরম বার্তা দিয়েছেন তিনি।

মানুষের কান্না শুনুন, গণতন্ত্র রক্ষায় বিচারব্যবস্থার কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়েরমানুষের কান্না শুনুন, গণতন্ত্র রক্ষায় বিচারব্যবস্থার কাছে আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
Sukanta Majumder attack Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X