For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের অমর্ত্য সেনকে কদর্য ভাষায় আক্রমণ বিজেপির, বিশ্বাসঘাতক বললেন এই নেতা

এবার বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর তোপের মুখে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন স্বামী। এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিলীপ ঘোষ আক্রমণ করেছিলেন অমর্ত্য সেনকে।

  • |
Google Oneindia Bengali News

এবার বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর তোপের মুখে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁকে বিশ্বাসঘাতক বলেছেন স্বামী। এর আগে প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিলীপ ঘোষ আক্রমণ করেছিলেন অমর্ত্য সেনকে।

ফের অমর্ত্য সেনকে কদর্য ভাষায় আক্রমণ বিজেপির, বিশ্বাসঘাতক বললেন এই নেতা

পদ্ম সম্মান দেওয়া হয়েছে আরএসএস-এর বেশ কয়েকজন নেতাকে। এমনটাই অভিযোগ করেছিল কংগ্রেস। এরই পাল্টা হিসেবে অমর্ত্য সেনকে আক্রমণ সুব্রামনিয়ান স্বামীর। তাঁর প্রতিক্রিয়া, আরএসএস-এর লোকেরাও এদেশেরই মানুষ। তাঁরা অনেক কাজ করেন, কিন্তু সেভাবে মর্যাদা তাঁরা পান না। তাঁর মতে আরএসএস-এর লোকের কোনও আশা ছাড়াই সামাজিক কাজে যুক্ত রয়েছেন। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন সরকার পদ্ম পুরস্কার দিয়েছিল অমর্ত্য সেনকে। যিনি একজন বিশ্বাসঘাতক। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অমর্ত্য সেনের বিরুদ্ধে লুটের অভিযোগ করেছেন স্বামী। একইসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ দেশের জন্যে কিছুই করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। অমর্ত্য সেন একজন বামপন্থী। সনিয়া গান্ধীর ইচ্ছাতেই অমর্ত্য সেন পদ্ম পুরস্কার পেয়েছিলেন বলে দাবি করেছেন সুব্রামনিয়ান স্বামী।

ফের অমর্ত্য সেনকে কদর্য ভাষায় আক্রমণ বিজেপির, বিশ্বাসঘাতক বললেন এই নেতা

এর আগে কংগ্রেস মুখপত্র রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেছিলেন, যাঁরা বিজেপির বৃদ্ধিতে সাহায্য করছে, তাঁদেরই বর্তমান সরকার পদ্ম পুরস্কার দিয়েছে। টুইটে তিনি আরএসএস নেতা বেদপ্রকাশ নন্দা এবং কেরলের আরএসএস প্রধান পি পরমেশ্বরের নাম উল্লেখ করেন। এরই পাল্টা হিসেবে অমর্ত্য সেনকে আক্রমণ করা হয়।

এদিকে অমর্ত্য সেনকে আক্রমণের প্রতিবাদ করে বার্তা দিয়েছেন কবি জয় গোস্বামী, অর্থনীতিবিদ অভিরূপ সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন তাঁরা। বিজেপিতে আদৌ কতটা জায়গা আছে সুব্রামনিয়ান স্বামীর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

English summary
BJP leader Subramanian Swami called Bharat Ratna awardee Amartya Sen a traitor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X