For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুনরা ভিড়তেই সুবোধ-রা গুটিগুটি মমতার দলে! মুকুল-গড়ে ঘর গোছাচ্ছে তৃণমূল

এক কূল ভাঙে আর এক কূল গড়ে। যত তৃণমূল ভেঙে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, বিজেপির আদি নেতা-নেত্রীরা জল ছাড়ছেন নীরবে। তাঁরা আবার ভিড়ছেন সেই তৃণমূলে।

Google Oneindia Bengali News

এক কূল ভাঙে আর এক কূল গড়ে। যত তৃণমূল ভেঙে নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন, বিজেপির আদি নেতা-নেত্রীরা দল ছাড়ছেন নীরবে। তাঁরা আবার ভিড়ছেন সেই তৃণমূলে। তেমনই নীরবেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বারাকপুরের বিজেপি নেতা সুবোধ অধিকারী। কাঁচরাপাড়ায় মমতার সভায় তৃণমূলে যোগ দিয়ে তিনি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে।

বিজেপিই নয়, নিশানায় অর্জুনও

বিজেপিই নয়, নিশানায় অর্জুনও

শুধু বিজেপিই নয়, সুবোধ অধিকারীর নিশানা থেকে বাদ গেলেন না অর্জুন সিং-মুকুল রায়েরাও। তাঁর সাফ কথা, আমার সঙ্গে তৃণমূলের কোনওদিন কোনও শত্রুতা ছিল না। তখন অর্জুন সিংয়ের মতো লোক তৃণমূলে ছিল। আর বিজেপিতে ছিল নিয়ম-নীতি। এখন সব জলাঞ্জলি দিয়ে পরিবারতন্ত্র কায়েম করছে বিজেপি।

বিজেপিতে পরিবারতন্ত্র

বিজেপিতে পরিবারতন্ত্র

একজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই সাংসদ হয়েছেন। তা তিনি হতেই পারেন। কিন্তু তাঁর ছেলে বিধায়ক, আবার পরিবারের একজন চেয়ারম্যান, একজন কাউন্সিলর, পরে আরও কিছু হবে। এটা কোনও দল হতে পারে না। আদতেই একটা সিন্ডিকেটের দল হয়ে গিয়েছে বিজেপি। তাই ওই দল ত্যাগ করলাম।

তৃণমূল পবিত্র হয়েছে

তৃণমূল পবিত্র হয়েছে

একইসঙ্গে তিনি জানিয়েছেন, অর্জুন সিংদের মতো অনেক নেতা বেরিয়ে গিয়ে তৃণমূল এখন স্বচ্ছ হয়েছে। পবিত্র দলে পরিণত হয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখনও কেউ নেই যিনি বাংলার উন্নয়ন করতে পারেন, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই তৃণমূল পরিচ্ছন্ন হওয়ার পর এই দলে ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে কাজ করতে চাই।

মমতার হাত মাথায় থাকলে

মমতার হাত মাথায় থাকলে

তিনি বলেন, অর্জুন সিংয়ের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলেই আজ অর্জুন সিং হয়েছে। আর মুকুল রায়, মুকুল রায় হয়েছেন বা শুভ্রাংশু রায় বিধায়ক হয়েছে মমতার আশীর্বাদের হাত মাথায় ছিল বলেই। তাঁর বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মাথার উপরে হাত রাখলেও তিনিও হতে পারেন ওমন সাংসদ-বিধায়ক।

এক কূল ভাঙে, এক কূল গড়ে

এক কূল ভাঙে, এক কূল গড়ে

উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে তৃণমূল শিবির ছেড়ে অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর স্বল্প সময়ে ড্যামেজ কন্ট্রোল করতে তৃণমূল দলে নিয়েছিল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে। এবার সুবোধ অধিকারীও এলেন তৃণমূলে। এর আগে মুকুল রায় দল ছাড়ার পর ভাটপাড়ার বিজেপি নেত্রী আলোরানি সরকারও যোগ দেন তৃণমূল কংগ্রেসে।

English summary
BJP leader Subodh Adhikari joins in TMC after Arjun Singh’s entry in BJP. Before Arjun Sing’s brother joins in TMC after Arjun Singh’s leaving.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X