‘অন্য দল’ চৌকাঠ পেরোলে থানা গুঁড়িয়ে দেব! বীরভূমের মাটিতে কে ছাড়লেন এই হুঙ্কার
এবার মমতার প্রশাসনকে সরাসরি হুমকি দিলেন বিজেপি নেতা। অকুস্থল সেই বীরভূম। বুধবার পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে বীরভূমের মল্লারপুর থানায় হামলা চালানোর হুমকি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল। তিনি বলেন, 'অন্য কোনও দলের প্রতিনিধিরা যদি থানার চৌকাঠ পার হয়, তাহলে লোক এনে থানায় হামলা চালাব।'

[আরও পড়ুন:গঙ্গাসাগর হবে সংহতি তীর্থ, মোদীকে বিঁধে সাগর-পর্যটনকে বিশ্বজনীন করার ডাক মমতার]
বুধবার বীরভূম বিজেপি থানায় ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল। মিথ্যে মামলায় বিজেপি নেতা-কর্মীদের ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলেই বিজেপি এদিন মল্লারপুর থানায় ডেপুটেশন দিতে আসে। পুলিশ যথারীতি বিজেপির মিছিলকে থানায় ঢোকার আগেই ব্যারিকেড করে আটকে দেয়। তখনই হুঙ্কার ছাড়েন শ্যামাপদবাবু।
শ্যামাপদ মণ্ডল রাজ্য বিজেপির একজন সম্পাদক। বীরভূম জেলার মল্লারপুর থানায় তাঁর নেতৃত্বেই এদিন ডেপুটেশন দিতে এসেছিল বিজেপি। বিজেপির মিছিল আটকানোর পরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির ওই নেতা। তিনি বলেন, 'পক্ষপাতিত্ব করে তাঁদেরকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না।'
এরপরই ক্ষোভে ফেটে পড়ে শ্যামাপ্রসাদবাবু বলেন, 'আমরা এখান থেকেই ফিরে যাব। কিন্তু এরপর যদি দেখি অন্য কোনও দলের প্রতিনিধিরা থানার চৌকাঠ পেরিয়েছে, তাহলে এই থানা রাখব না। গুঁড়িয়ে দেব থানা।' লোক নিয়ে এসে থানায় হামলা চালানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়ে যান।
বিগত কয়েকমাস ধরেই বীরভূম উত্তপ্ত তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের বাক্যবাণে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেমন বিরোধীদের উদ্দেশ্যে একের পর এক কু-মন্তব্য করে গিয়েছেন, কম যাননি বিজেপির নেতারাও। বীরভূম জেলা বিজেপির পর্যবেক্ষক তো সরাসির জানিয়েই দেন, 'তৃণমূল কংগ্রেস যত অরাজকতা করবে, আমরা তার থেকে বেশি অরাজকতা করব।'
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বীরভূম জেলায় শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি- উভয়েই বাজে কথার রাজনীতি করছে। এখন থেকেই বদলার রাজনীতি শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপি চাইছে মারের বদলা মার দিয়ে রাজ্য দখল করতে। এই ঘটনা রাজ্যের পক্ষে সাংঘাতিক। ফলে রাজ্যে যে ভবিষ্যতে আইনশৃঙ্খলার সমস্যা প্রকট হবে, সেই ইঙ্গিত এখন থেকেই মিলছে। রাজ্যে বেড়ে ওঠার আগেই বিজেপির ভূমিকা তাই প্রশ্নের মুখে।
[আরও পড়ুন:১৬০০ কোটির দুর্নীতি ফাঁস রাজ্যে, কোমর বেঁধে সিআইডি-র নোটিশ সংস্থাকে]