For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির হাতছাড়া ভাটপাড়া পুরসভা, একমাস আনন্দ করে নিক তৃণমূল! পাল্টা সায়ন্তনের

বিজেপির হাতছাড়া ভাটপাড়া পুরসভা, সায়ন্তনের পাল্টা একমাস আনন্দ করে নিক তৃণমূল

Google Oneindia Bengali News

প্রদীপের শেষ সলতেটাও নিভে গেল। ভাটপাড়া হাতছাড়া হওয়ার পর বিজেপির দশাটা খানিকটা তেমনই। তবে এই পুরসভা তৃণমূলের কাছে হাতছাড়া হওয়ার বিষয়টা বিজেপি আদৌ ধর্তব্যের মধ্যে আনছে না। বিজেপি নেতৃত্বের দাবি, ক্ষণিকের আনন্দ করে নিক তৃণমূল। একমাস পর আমরা ফের ভাটপাড়া-সহ সমস্ত হাতছাড়া হওয়া পুরসভা দখল করব।

সব পুরসভাই পুনর্দখল টিএমসির

সব পুরসভাই পুনর্দখল টিএমসির

লোকসভা নির্বাচনের পর বিজেপি এক এক করে উত্তর ২৪ পরগনার সিংহভাগ পুরসভা, বিশেষ করে বারাকপুর অঞ্চলের সমস্ত পুরসভা তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কিন্তু মাস খানেক যেতে না যেতেই উল্টো স্রোত বইতে শুরু করে। এক এক তৃণমূলে ঘরওয়াপসি করতে থাকেন নেতারা। আর এক এক করে পুরসভাগুলিও পুনর্দখল করতে শুরু করে।

প্রদীপের শেষ সলতেও নিভে গেল

প্রদীপের শেষ সলতেও নিভে গেল

প্রদীপের শেষ সলতে হয় টিমটিম করছিল অর্জুন-গড়ের ভাটপাড়া। তাও হাতছাড়া হল। ফের তৃণমূল কংগ্রেস দল করল ভাটপাড়া পুরসভা। বিজেপির হাত থেকে ভাটপাড়া পুরসভার দখল নিল তৃণমূল। চেয়ারম্যান হলেন ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরুণ বন্দ্যোপাধ্যায়।

সায়ন্তন দিলেন পাল্টা জবাব

সায়ন্তন দিলেন পাল্টা জবাব

আর তারপর সায়ন্তন বসু গর্জে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, তৃণমূল পুলিশ দিয়ে তৃণমূল ছেড়ে আসা কাউন্সিলরদের উপর অসম্ভব চাপ সৃষ্টি করছিল। তাই এই পুরসভা তাঁদের হাতছাড়া হয়। কিন্তু বেশি দিন নয়। আর মাসখানেক সময় আছে, তারপর ভোট। তৃণমূল এই একমাস আনন্দ করে নিক।

এবার মানুষের ভোটে জিতব

এবার মানুষের ভোটে জিতব

তাঁর দাবি, এবার আমরা মানুষের ভোটে এই পুরসভা দখল করব। শুধু ভাটপাড়া নয়, আমরা বারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত পুরসভাতেই জিতব। আমরা এ ব্যাপারে আত্মবিশ্বাসী। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জারিজুরি আর খাটবে না। রাজ্যের সিংহভাগ পুরসভা আমরাই দখল করব।

খামবন্দি পুরপ্রধানের নাম

খামবন্দি পুরপ্রধানের নাম

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন হয়৷ খামবন্দি পুরপ্রধানের নাম নিয়ে আসেন ভাটপাড়া বারাকপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ৷ খাম খোলার পরেই জানা যায় নতুন চেয়ারম্যান হচ্ছেন অরুণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ২৩ নম্বরের কাউন্সিলর সত্যেন রায় ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার পুর প্রধান হওয়ার দৌড়ে ছিলেন।

অর্জুন সিংয়ের দলবদলের পরই

অর্জুন সিংয়ের দলবদলের পরই

লোকসভা ভোটের আগে অর্জুন সিংয়ের দলবদলের পরই ভাটপাড়ার ভবিষ্যৎ পেন্ডুলামের দুলেছে। কখনও বিজেপির দিতে তো কখনও তৃণমূলের দিকে। লোকসভা ভোটের পর অর্জুন সিং ভাটপাড়া এই পুরসভা দখল করেন। তাঁর ভাইপো সৌরভ সিং হন চেয়ারম্যান। এরপর তৃণমূল পাল্টা দিয়ে বিজেপির চেয়ারম্যান সৌরভ সিংয়ের বিরুদ্ধে অনাস্থা ভোটে জয়ী হয়।

হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুন হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে খুন

English summary
BJP state general secretary Sayantan Basu gives message to lose Vatpara municipality. TMC occupies Vatpara from BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X