For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকুলদানার পাল্টা নুন! নিদান দিলেন বিজেপির সায়ন্ত্বন বসু

অনুব্রত-র নকুলদানার পাল্টা দিলেন বিজেপির সায়ন্ত্বন বসু। নুন ছেটানোর নিদান দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল ভোটারদের নতুনদানা দেওয়ার কথা বলেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

অনুব্রত-র নকুলদানার পাল্টা দিলেন বিজেপির সায়ন্ত্বন বসু। নুন ছেটানোর নিদান দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল ভোটারদের নতুনদানা দেওয়ার কথা বলেছিলেন। যার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় সিপিএম। অনুব্রত মণ্ডলের মন্তব্যের পাল্টা সায়ন্ত্বন বসু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নুন তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নকুলদানার পাল্টা নুন! নিদান দিলেন বিজেপির সায়ন্ত্বন

সোমবার মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সায়ন্ত্বন বসু। সেখানে তিনি, গুণ্ডা বদমাইশদের রাস্তায় ফেলে পেটানোর সময় নুন ছেটানোর নিদান দেন। সূত্রের খবর অনুযায়ী, সেই কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। জেলার পুলিশ সুপারদের সমালোচনা করে তিনি বলেন, সবাই তৃণমূলের পা চাটা। তৃণমূলে যোগ দেওয়া ভারতী ঘোষ অর্জুন সিং সম্পর্কে তার সফাই, দল তৃণমূলের নির্দেশে সাধারণের ওপর অত্যাচার করেছিলেন তারা।

[আরও পড়ুন: পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের][আরও পড়ুন: পাশে প্রাথমিক শিক্ষক সংগঠন! রায়গঞ্জে প্রচার কানাইলাল আগরওয়ালের]

বিজেপির নুন ছেটানোর নিদানের প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর মন্তব্য থেকে তা পরিষ্কার, দাবি করেছেন ওই নেতা। বিষয়টি নির্বাচন কমিশনের সামনে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: দাবি ৩০ দফা! জলপাইগুড়িতে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের][আরও পড়ুন: দাবি ৩০ দফা! জলপাইগুড়িতে ভোট বয়কটের ডাক প্রতিবন্ধী সংগঠনের]

[আরও পড়ুন: রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি][আরও পড়ুন: রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি]

English summary
BJP leader Sayantan Basu criticised Anubrata Mondal with salt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X