For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৈহাটি বিস্ফোরণ হল খাগড়াগড় ২.০, কারণ ব্যাখ্যা সায়ন্তন বসুর! মমতাকে আক্রমণ

নৈহাটির বিস্ফোরণকে খাগড়াগড়ের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, খাগড়াগড়ের মতো নৈহাটির বিস্ফোরণেও জামাত যোগ রয়েছে। যোগ রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।

  • |
Google Oneindia Bengali News

নৈহাটির বিস্ফোরণকে খাগড়াগড়ের ঘটনার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, খাগড়াগড়ের মতো নৈহাটির বিস্ফোরণেও জামাত যোগ রয়েছে। যোগ রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। নৈহাটির বিস্ফোরণে প্রথম এনআইএ তদন্তে দাবি করেছিলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং।

নৈহাটির বিস্ফোরণে জামাত যোগের দাবি

নৈহাটির বিস্ফোরণে জামাত যোগের দাবি

বিজেপি নেতা সায়ন্তন ঘোষের দাবি, নৈহাটির ঘটনার পিছনেও রয়েছে জামাত যোগ। কেননা প্রথমে স্থানীয় পুলিশ বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। পরে এনআইএ তদন্তে জানা যায়, ঘটনার পিছনে জামাত-উল মুজাহিদিন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত রয়েছে।

নৈহাটিতে এনআইএ তদন্তের দাবি

নৈহাটিতে এনআইএ তদন্তের দাবি

সায়ন্তন বসু নৈহাটির বিস্ফোরণেও এনআইএ তদন্তের দাবি করেছেন। তাঁর মতে এনআইএ তদন্ত হলেই পিছনে কাদের হাত রয়েছে বেরিয়ে আসবে। যেরকম খাগড়াগড় বিস্ফোরণে তথ্য বেরিয়ে এসেছিল এনআইএ তদন্তে।

মজুত ছিল বিস্ফোরক

মজুত ছিল বিস্ফোরক

সায়ন্তন বসুর অভিযোগ, নৈহাটিতে বেআইনি বাজি কারখানা বলা হলেও, সেখানে প্রচুর বিস্ফোরক মজুত ছিল। তিনি এই বিস্ফোরক মজুতের ঘটনার তুলনা করেছে খাগড়াগড়ের সঙ্গে। তাঁর দাবি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছে গঙ্গার ওোপারে চুঁচুড়া পর্যন্ত।

চক্রান্তকারীদের পক্ষে মমতা

চক্রান্তকারীদের পক্ষে মমতা

সায়ন্তন বসুর অভিযোগ বিস্ফোরণের পিছনে থাকা জামাত আর অনুপ্রবেশকারীদের বাঁচাতেই রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকাল থেকে রাত তাদের (অনুপ্রবেশকারী) হয়েই আন্দোলন করছেন বলে অভিযোগ করেছেন সায়ন্তন। তাঁর অভিযোগ নৈহাটিতে বিস্ফোরণে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশষ ফরেনসিক পরীক্ষার নামে তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

English summary
BJP leader Sayantan Basu compares Naihati explosion as Khagragarh 2
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X