For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদিকে যা খুশি বলুন, ভাগ্য ফিরবে না তৃণমূলের, হুঁশিয়ারি সায়ন্তনের

দিদিকে যা খুশি বলুন। ভাগ্য ফিরবে না। তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি নিয়ে এমনই কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিকে তাঁর অভিযোাগ পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের খুন করাচ্ছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

দিদিকে যা খুশি বলুন। ভাগ্য ফিরবে না। তৃণমূলের 'দিদিকে বলো' কর্মসূচি নিয়ে এমনই কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিকে তাঁর অভিযোাগ, পুলিশকে দিয়ে বিজেপি কর্মীদের খুন করাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাঁর হুঁশিয়ারি বিজেপি যদি পাল্টা খুনোখুনি শুরু করে, তাহলে তৃণমূলের কোনও কর্মীর ঘরই সুরক্ষিত নয় বলেও জানিয়েছেন তিনি। এদিন তিনি গিয়েছিলেন হুগলির চাঁপদানিতে।

'তৃণমূলের কোনও কর্মীর ঘর সুরক্ষিত নয়'

'তৃণমূলের কোনও কর্মীর ঘর সুরক্ষিত নয়'

এদিন সকালেই বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই সংখ্যালঘু বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে। মেদিনীপুরে বিজেপির নেতার ওপর হামলার খবর পাওয়া গিয়েছে। এইসব ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, রাজ্য জুড়ে আগুন লাগানোর মতো পরিস্থিতি তৈরি করেছে সরকার। সায়ন্তন বসু হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল যদি রাস্তায় নেমে লড়াই চায়, তাহলে সেই সাধ ঘুচিয়ে দেবে। কেননা কোনও তৃণমূলকর্মীর ঘরই সুরক্ষিত নয়।

 'কেন্দ্র চুপ করে বসে থাকবে না'

'কেন্দ্র চুপ করে বসে থাকবে না'

রাজ্যে একের পর এক বিজেপি কর্মী খুনের অভিযোহৃগ করে সায়ন্তন বসু বলেন, কেন্দ্র চুপ করে বসে থাকতে পারে না। তাঁর দাবি জনগণ তাদের সঙ্গে রয়েছেন। সায়ন্তন বসু বলেন, তৃণমূল যত এই ধরনের কাজ করবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

 'ছত্রধরকে শর্ত দিয়েছে তৃণমূল'

'ছত্রধরকে শর্ত দিয়েছে তৃণমূল'

সায়ন্তন বসুর দাবি, ছত্রধর মাহাতকে জেলে থেকে ছাড়া পাওয়ার ব্যাপারে শর্ত দিয়েছে তৃণমূল। প্রাথমিক শর্ত হল তৃণমূলে যোগদান। বিষয়টি তাঁরা জঙ্গলমহলের মানুষের
সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন। তৃণমূলের এই ধরনের কাজেই জন্যই জঙ্গলমহল থেকে বিজেপি লোকসভার আসন পেয়েছে। বলেছেন তিনি। তাঁর দাবি বিধানসভাতেও
এর পুনরাবৃত্তি হবে।

English summary
BJP leader Sayantam Basu criticises TMC on Didike balo programme.TMC's home is unsafe, told BJP leader.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X