For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সরকার ১০ বছরে 'ফেল' করেছে! বিদায়বেলায় ঋণের পরিমাণ নিয়ে খোঁচা শমীকের

মমতার সরকার ১০ বছরে 'ফেল' করেছে! বিদায়বেলায় ঋণের পরিমাণ নিয়ে খোঁচা শমীকের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের কর্মসংস্থানের দাবির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এদিন হেস্টিংস-এ বিজেপির (bjp) পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। পাশাপাশি তাঁর অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ।

 পিছিয়ে রাজ্য

পিছিয়ে রাজ্য

এদিন শমীক ভট্টাচার্য হিসেব দিয়ে বলেন, পার পার্সন ইনকামের নিরিখে ৩২-এর মধ্যে রাজ্যের স্থান ২২। তিনি বলেন, স্টেট ডিজিপির হিসেবে ৩২ টি রাজ্যের মধ্যে এই রাজ্যের স্থান ৩১ তম।

 বেড়েছে ঋণের পরিমাণ

বেড়েছে ঋণের পরিমাণ

শমীক ভট্টাচার্য বলেন, ২০১১ সালে যখন তৃণমূল ক্ষমতায় এসেছিল, সেই সময় জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর ওপর ঋণের পরিমাণ ছিল ২৫ হাজার টাকা। তিনি হিসেব দিয়ে দাবি করেন, এই সরকার চলে যাওয়ার সময়ে প্রত্যেকটি শিশুর মাথার ওপরে ঋণের পরিমাণ দাঁড়াবে ৬৫ হাজার টাকা। তিনি বলেন, এই সরকার যেদিন ক্ষমতায় এসেছিল সেই সময় রাজ্যের মোট ঋণের পরিমাণ ছিল ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। আঝ সেই ঋণের পরিমাণ সাড়ে চারলক্ষ কোটি টাকার সীমা পার করেছে বলে জানিয়েছেন তিনি। শমীক ভট্টাচার্য আরও বলেন মে মাসে যেদিন সরকার বিদায় নেমে, সেই সময় তারা পাঁচলক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে চলে যাবে।

 আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার

শমীক ভট্টাচার্য অভিযোগ করেন এই সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার ক্ষেত্রেও এই সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। রাজ্য জুড়ে ভয়ে বাতাবরণ তৈরি হয়েছে। গত দুদিনে বিজেপির দুজন কর্মীকে খুন করা হয়েছে। শমীক ভট্টাচার্য এদিন বলেন দলের গৃহ সম্পর্ক অভিযানে হালিশহরে নৃশংস হামলার জেরে মৃত্যু হয়েছে সুব্রত ভাওয়ালের। আরও অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এছাড়াও পূর্বস্থলীতে বিজেপি কর্মীর দেহ উদ্ধারের কথাও উল্লেখ করেন। তৃণমূল সরকারের হাতে বাঙালি ও বাংলা সংস্কৃতির অবনমন হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মিছিল করার অপরাধে তৃণমূলের গুণ্ডারা তাঁকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

শমীক ভট্টাচার্য এদিন অভিযোগ করেন, রাজনীতি দিয়ে রাজনীতির মোকাবিলায় তৃণমূল সরকার ব্যর্থ। সেই কারণে তৃণমূল হিংসার আশ্রয় নিয়েছে। এদিন তিনি রাজ্যের হিংসা নিয়ে ১৯৭২ সালের পরিস্থিতির কথাও উল্লেখ করেন। বলেন, হিংসা থেকে বেরিয়ে আসতে পারেনি তৃণমূল সরকার।

 শিক্ষা ও স্বাস্থ্যতেও ব্যর্থ সরকার

শিক্ষা ও স্বাস্থ্যতেও ব্যর্থ সরকার

শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন স্বাস্থ্যতেও ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। তিনি বলেন, যে সরকার সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন গ্রামে গঞ্জে সেই পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, প্রশ্ন করেন তিনি। অনেক জেলাতেই সন্ধের পরে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা মেলে না বলেও অভিযোগ করেছেন তিনি।

শিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকার কী করেছে, তা দেখিয়ে দিয়েছে সাম্প্রতিক সময়ে হাইকোর্টের রায়। আপার প্রাইমারির প্যানেলকে বাতিল করে দিয়ে যুবক যুবতীদের ভবিষ্যতকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত ১০ বছরে মাত্র দুটি টেট পরীক্ষা নেওয়া হলেও তা নির্ভুল নয় বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতীকী ছবি

বাংলার ভোটের আগে মোদী সরকারকে টার্গেটে রেখে 'সরনা' আন্দোলন জোড়ালো! কোন ভোটব্যাঙ্ক ইস্যুতে সংকটে বিজেপিবাংলার ভোটের আগে মোদী সরকারকে টার্গেটে রেখে 'সরনা' আন্দোলন জোড়ালো! কোন ভোটব্যাঙ্ক ইস্যুতে সংকটে বিজেপি

English summary
BJP leader Samik Bhattacharya criticises Trinamool Congress Govt on various issues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X