For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজু

ক্ষমতায় টিকে থাকতে খুন করাচ্ছে পিসি, ভাইপো! রাজ্যের মন্ত্রী মাফিয়া, বিস্ফোরক রাজু

  • |
Google Oneindia Bengali News

রবিরারে পর সোমবারেও উত্তপ্ত পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা। রবিবার পূর্বস্থলীতে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পরেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এদিন সকালে কালনা-কাটোয়া রাজ্য সড়ক অবরোধে নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। সুখদেব প্রামাণিকের মৃত্যুর ঘটনায় তিনি নিশানা করেছেন শাসকদলকে। যদিও বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন বলেই জানিয়েছে তৃণমূল।

শুক্রবার আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ গিয়েছিল সুখদেব

শুক্রবার আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ গিয়েছিল সুখদেব

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকার ৩৮ নং মণ্ডলের সক্রিয় বিজেপি কর্মী সুকদেব প্রামাণিক। শুক্রবার তিনি 'আর নয় অন্যায়' কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। চাঁদপুর থেকে জামালপুর পর্যন্ত মিছিলেও অংশ নেন তিনি। এরপর বাড়ি ফেরেনষ। শুক্রবার সন্ধেয় ফের বাড়ি থেকে বেরোন। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের দেহ উদ্ধার

বিজেপি কর্মী সুখদেব প্রামাণিকের দেহ উদ্ধার

রবিবার দুপুরে সুখদেব প্রামাণিকের দেহ উদ্ধার করা হয় স্থানীয় একটি পুকুর থেকে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের দুষ্কৃতীরাই সুখদেবকে খুন করে পুকুরে ফেলে দেয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীরা। ইতিমধ্যেই সুখদেবের মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

অবরোধ, বিক্ষোভ

অবরোধ, বিক্ষোভ

রবিবার এই মৃত্যুকে ঘিরে কোনও কোনও জায়গায় অবরোধ, বিক্ষোভ হয়েছিল। কিন্তু সোমবার সকাল থেকে তা ব্যাপক রূপ পায়। কালনা-কাটোয়া রাজ্য সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করা হয়। বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পূর্বস্থলীতে এদিন বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

পিসি, ভাইপোকে আক্রমণ

পিসি, ভাইপোকে আক্রমণ

বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এদিন পূর্বস্থলী থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, পিসি, ভাইপো ক্ষমতায় টিকে থাকতে একের পর এক খুন করাচ্ছে। এভাবে কখনই চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বিজেপি ক্ষমতায় এসে এই গুণ্ডারাজের শেষ করবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি রাজু বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে মাফিয়া বলেও আক্রমণ করেন।

বাংলায় বদলও হবে, বদলাও হবে

বাংলায় বদলও হবে, বদলাও হবে

রবিবার বাঁকুড়ায় চা চক্রে গিয়ে রাঢ়বঙ্গ জোনের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় বদলও হবে, বদলাও হবে। সঙ্গে তিনি পুলিশকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেছিলেন, অনেক পুলিশ আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছিলেন তিনি। রাজু বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসার পরে রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই কাজে বাধা দিতে গেলে, তিনি যতবড়ই আইপিএস হোন না কেন, উর্দি খুলে নেওয়া হবে।

১৪ ডিসেম্বর সোনার দামে হু হু করে পতনে ফের ৫০ হাজারের নিচে মূল্য! কলকাতার দর একনজরে ১৪ ডিসেম্বর সোনার দামে হু হু করে পতনে ফের ৫০ হাজারের নিচে মূল্য! কলকাতার দর একনজরে

English summary
BJP leader Raju Banerjee criticises Mamata Banerjee and Abhishek Banerjee from Purbasthali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X