For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার বিজেপি নেতা রাহুল সিনহার

'বাংলাতেও হবে রাম রাজ্য, অপেক্ষা আর কয়েক মাসের', হুঙ্কার রাহুল সিনহার

Google Oneindia Bengali News

অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে এবার বাংলাতেও হবে রাম রাজ্য। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসে মমতা সরকারকে উৎখাতের ডাক দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন আগামী ৭-৮ মাসের মধ্যে পশ্চিমবঙ্গেও হবে রাম রাজ্য। এদিন নিজের বাড়িতে রামের পুজো করেন তিনি। ছিলেন তাঁর অনুগামীরাও।

বঙ্গে রাম রাজ্য স্থাপনের ডাক

বঙ্গে রাম রাজ্য স্থাপনের ডাক

অযোধ্যায় রাম মন্দির সূচনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও রাম রাজ্য স্থাপনের ডাক দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেছেন আগামী ৭-৮ মাসের মধ্যে বাংলায় রাম রাজ্য স্থাপন হবে। এখন শুরু সময়ের অপেক্ষা। একুশের বিধানসভা ভোটে বদলের ডাক আগেই দিয়েছে বিজেপি। সেই ডাকেই সুর চড়ালেন রাহুল।

রামের পুজো

রামের পুজো

অযোধ্যায় রাম মন্দির স্থাপনের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেননি নিজে। কিন্তু তার উদযাপন করতে ভোলেনি রাহুল সিনহা। নিজের বাড়িতে সেই মাহেন্দ্রক্ষণে রামের পুজো এবং আরতি করেন তিনি। ছিলেন তাঁর অনুগামীরাও। গোটা দেশে এবার রাম রাজ্য স্থাপন হবে বলে বার্তা দিেয়ছেন তিনি।

অযোধ্যায় রাম মন্দির

অযোধ্যায় রাম মন্দির

অযোধ্যায় রাম মন্দিরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশে রাম রাজ্যের সূচনা হল বলে জানিয়েছেন তিনি। দেশ ঐক্য আর সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক দূরত্ব বিধি মেনেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হল।

রাজ্য লকডাউন

রাজ্য লকডাউন

রাজ্য লকডাউন উপেক্ষা করেই বিজেপি কর্মী সমর্থকরা রাম মন্দির নির্মাণের উৎসব উদযাপন করলেন। এই নিয়ে একাধিক জেলায় গণ্ডগোল হয়েছে। কলকাতার নিউটাউনের বিজেপির মিছিল নিয়ে উত্তেজনা ছড়ায়।

মমতাই 'লকডাউনে’ পাঠিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে, বদল অবশ্যম্ভাবীমমতাই 'লকডাউনে’ পাঠিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে, বদল অবশ্যম্ভাবী

English summary
BJP leader Rahul Sinha slams Mamata Banerjee says Ram Rajya will be established in Bengal too
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X