For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল

বাংলায় তৃণমূলের শক্ত ঘাঁটিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে মহাজোট গড়ার পক্ষে সওয়াল করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।

Google Oneindia Bengali News

এতদিন বিজেপি একাই তৃণমূলকে হারানোর স্বপ্ন দেখছিল। কিন্তু বাংলায় তৃণমূলের শক্ত ঘাঁটিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিতে মহাজোট গড়ার পক্ষে সওয়াল করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। সোমবার মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির অফিসে বৈঠক করে বিরোধী শক্তিকে এক করার বার্তা দিলেন তিনি।

মহাজোট চায় বিজেপিও! বাংলায় তৃণমূলকে হারাতে নতুন সূত্রের সন্ধান দিলেন রাহুল

[আরও পড়ুন: মুকুল শিবির ছেড়ে 'ঘর'-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক][আরও পড়ুন: মুকুল শিবির ছেড়ে 'ঘর'-এ ফিরে স্বস্তি! চার মাসের গেরুয়া-অস্বস্তি বিলোলেন প্রাক্তন বিধায়ক]

রাজ্যে পঞ্চায়েত ভোট আসন্ন। ইতিমধ্যে প্রতিটি রাজনৈতিক দলই নিজের নিজের মতো করে রণকৌশল তৈরি করছে। তারই ফাঁকে বিজেপি এই প্রথম রাজ্যে জোট গড়ে তৃণমূলকে হারানোর বার্তা দিল। রাহুল সিনহা এদিন জোটের কথা বললেও অবশ্য কংগ্রেস ও সিপিএমের নাম উচ্চারণ করেননি। তিনি বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে এক হতে হবে। তবেই তৃণমূলের পতনের পথ প্রশস্ত হবে।'

রবিবার মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, তৃণমূলকে হারাতে কংগ্রেস, সিপিএম ও বিজেপি একজোট হচ্ছে। তার একদিন পরেই বিজেপি নেতা রাহুল সিনহার কথায় স্পষ্ট হয়ে গেল শুভেন্দুবাবুর অভিযোগের সত্যতা। তলে তলে কংগ্রেস-সিপিএম-বিজেপিযে এক হতে পারে তার আভাস পাওয়া গেল রাহুলের মন্তব্যে।

রাহুল এদিন বলেন, 'আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের এক হওয়া দরকার। একের বিরুদ্ধে এক প্রার্থীর লড়াই হলে তৃণমূল কংগ্রেস বিপাকে পড়বেই। যে দলের যেখানে শক্তি বেশি, সেই দলকে সেখানে প্রার্থী করতে হবে। অন্য দল যদি সেই প্রার্থীকে সমর্থন করে তবে জয়ের পথ প্রশস্ত হবেই। সব দল এক না হলে রাজ্যে তৃণমূলকে হারানো সম্ভব নয়।'

রাহুলের কথায়, 'মানুষ তৃণমূলের বিরুদ্ধে জোট চায়। মানুষের সেই মতকে গুরুত্ব দিতে হবে। একজোট না হলে তৃণমূলের সন্ত্রাস রুখে জয়ের পথে ফেরা যাবে না। সেই কারণে কোন দল, কোন প্রার্থী ভাবলে হবে না। ভাবতে হবে তৃণমূল বিরোধী হিসেবে। তবেই সাফল্য আসবে।

এর আগে রাহুল সিনহার একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয় দলের অন্দরেই। তিনি বঙ্গ বিজেপিকে অপদার্থ বলে ব্যাখ্যা করেন। বলেন, 'লজ্জা লাগে শ্যামাপ্রসাদের জন্মস্থানেই আমরা জিততে পারছি না। অথচ ত্রিপুরা জয় করে বিজেপি দেখিয়ে দিল। বাংলার বিজেপি এখনও বাংলা জয় করতে পারল না।' হতাশা প্রকাশ পায় রাহুলের এই কথায়। কেন তিনি একথা বললেন, তা নিয়েও শুরু হয় চর্চা।

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা][আরও পড়ুন: গুরুতর অসুস্থ কংগ্রেস নেতা সোমেন মিত্র এইমসে ভর্তি, উদ্বেগে পরিজন-অনুগামীরা]

English summary
BJP leader Rahul Sinha gives message to build maha-jote against TMC. He challenges TMC in panchayat election on this equation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X