For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের কোনও অর্থনীতি নেই, চলছে মমতা নীতিতে! রাজ্যকে নিলামে তুলছে সরকার, বিস্ফোরক রাহুল সিনহা

রাজ্যের কোনও অর্থনীতি নেই, চলছে মমতা নীতিতে! রাজ্যকে নিলামে তুলছে সরকার, বিস্ফোরক রাহুল সিনহা

  • |
Google Oneindia Bengali News

বকেয়া নিয়ে কেন্দ্রেকে আক্রমণের প্রেক্ষিতে এবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি বলেন, যেদিন থেকে অর্থমন্ত্রী হয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে কথা বললেই, গতে বাধা দু-তিনটি শব্দের বাইরে আর কোনও কথাই বলতে পারেন না।

অমিত মিত্রের অভিযোগ

অমিত মিত্রের অভিযোগ

নতুন ভাষায় কেন্দ্রকে আক্রমণ রাজ্য সরকারের অর্থমন্ত্রীর। মোদী সরকারকে প্রবঞ্চকের সঙ্গে তুলনা করেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সমালোচনায় সবর হন।
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অমিত মিত্র বলেন, জিএসটির ক্ষতিপূরণ না মিটিয়ে রাজ্যকে ধার করতে বলছে কেন্দ্র। এর ফলে যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। জিএসটি নিয়ে কেন্দ্রের প্রস্তাবে রাজ্য সরকার নারাজ বলেন জানিয়েদেন তিনি। অমিত মিত্রের অভিযোগ বর্তমান কেন্দ্রীয় সরকার যুক্ত রাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে কেন্দ্রীয়করণের পথে হাঁটতে চাইছে।

রাহুল সিনহার আক্রমণ

রাহুল সিনহার আক্রমণ

বিজেপি নেতা রাহুল সিনহা পাল্টা আক্রমণ করতে গিয়ে কেন্দ্রীয় করণের চেষ্টা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাতের মতো শব্দ তুলে ধরেছেন। এই শব্দগুলোই অমিত মিত্র কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে ব্যবহার করেছিলেন। রাহুল সিনহা বলেন, এর বাইরে আর কোন কথা বলতে শোনা যায়নি অমিত মিত্রকে।

মমতামন্ত্রী অমিত মিত্র, কটাক্ষ রাহুলের

মমতামন্ত্রী অমিত মিত্র, কটাক্ষ রাহুলের

রাহুল সিনহা আরও কটাক্ষ করে বলেন, অমিত মিত্র তো এই রাজ্যের অর্থমন্ত্রী নন, তিনি মমতা মন্ত্রী। রাহুল সিনহা বলেন, এই রাজ্যের কোনও অর্থনীতি নেই। মমতা নীতিতেই চলছে। যে কারণে রাজ্যের দুরবস্থা। রাজ্য বাইরে থেকে টাকা ধার করছে, রাজ্যকে নিলামে তুলছে।

 রিজার্ভ ব্যাঙ্ক থেকে ধার নিতে বললেই জ্বলছেন মমতা

রিজার্ভ ব্যাঙ্ক থেকে ধার নিতে বললেই জ্বলছেন মমতা

রাহুল সিনহা আক্রমণের তেজ বাড়িয়ে বলেন, মমতার সরকারকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে ধার নেওয়ার কথা বললেই, তেলে বেগুনে জ্বলে উঠছে। তাঁর অভিযোগ এই সরকার আর এই অর্থমন্ত্রী আমলে রাজ্যের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনীতি নিলামে উঠেছে। যা চাপতে একই কথা আওড়ে যাচ্ছেন অমিত মিত্র, বলেছেন তিনি।

 করোনা পরবর্তী চিকিৎসায় সুস্থ! এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ করোনা পরবর্তী চিকিৎসায় সুস্থ! এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ

English summary
BJP leader Rahul Sinha criticises Mamata Banerjee Govt and its finance minister Amit Mitra on economy issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X