For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাপ সুযোগ পেলে ওঝাকে ছাড়ে না! মমতার 'পাশে' দাঁড়িয়েও সৌজন্য নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

সাপ সুযোগ পেলে ওঝাকে ছাড়ে না! মমতার 'পাশে' দাঁড়িয়েও সৌজন্য নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

  • |
Google Oneindia Bengali News

বেলুড় মঠে প্রধানমন্ত্রী মোদীর সিএএ নিয়ে সওয়ালের সমালোচনা করেছে বাম কংগ্রেস। তারই পাল্টা দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। একদিকে যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম নামক সাপ নিয়ে খেলা শুরু করেছেন।

দেখার দায়িত্ব বেলুড় মঠ কর্তৃপক্ষের

দেখার দায়িত্ব বেলুড় মঠ কর্তৃপক্ষের

প্রধানমন্ত্রী কী করেছেন, তার দেখার দায়িত্ব বেলুড় মঠের সন্যাসীদের। এর জন্য সিপিএম-এর কাছে কেউ উত্তর দিতে যাবে না। এমনটাই মন্তব্য করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। প্রসঙ্গত ১২ জানুয়ারি বেলুড় মঠ থেকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সিএএ নিয়ে সওয়াল করেন। বলেন, যুব সমাজকে ভুল বোঝানো হচ্ছে। এরপরেই রাজ্যের বিজেপি বিরোধী মহল প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়।

সিপিএম-কংগ্রেসকে আক্রমণ

সিপিএম-কংগ্রেসকে আক্রমণ

বেলুড় মঠে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে নরেন্দ্র মোদীকে সিপিএম আক্রমণ করায় পাল্টা আক্রমণে সামিল হয়েছেন রাহুল সিনহা। তিনি বলেছেন, সিপিএম তো স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্যাসী বলেছিল। রামকৃষ্ণকে মৃগীরোগী বলেছিল। মন্তব্য করেছেন রাহুল সিনহা। অন্যদিকে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে রাহুল সিনহা বলেন, কংগ্রেসীরা তো গান্ধী পরিবারকে বাদ দিয়ে ভারতের কোনও মুনি-ঋষিকে মানেই না। আর বেলুড় মঠ স্বতন্ত্র সংস্থা হওয়ায় এবিষয়ে সিপিএম আর কংগ্রেসের বলার অধিকারই নেই বলে মন্তব্য করেন রাহুল।

 সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী

সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী

সারা দেশের দায়িত্বে প্রধানমন্ত্রী আর সারা রাজ্যের দায়িত্বে মুখ্যমন্ত্রী। ফলে সাংবিধানিক দায়িত্ব রয়েছে দুজনেরই। আর প্রধানমন্ত্রী রাজ্যে গেলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে তাঁর সঙ্গে দেখা করার। একদিকে যেমন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো কিংবা তাঁকে বিদায় জানানোও মুখ্যমন্ত্রীর কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সেই সৌজন্য দেখাননি মুখ্যমন্ত্রী। অভিযোগ করেছেন রাহুল সিনহা।

প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা কিছুই বোঝেন না, মন্তব্য করেছেন এই বিজেপি নেতা। কেননা তিনি মনে করেন সরকারি ধর্ম আর রাজনৈতিক ধর্ম আলাদা।

দেশের দল নয় সিপিএম

দেশের দল নয় সিপিএম

রাহুল সিনহা বলেন, সিপিএম দেশের দল নয়। বিদেশ থেকে অচল জিনিস ঢুকে পড়েছে। কিছুদিন চলেছিল। কিন্তু এখন আর চলছে না। সেইজন্য তারা কী না বলল, তাতে কিছু যায় আসে না।

দিদির হাতে বেশি সময় নেই, তৃণমূলকে আক্রমণ বাবুলের, পাল্টা দিলেন পার্থদিদির হাতে বেশি সময় নেই, তৃণমূলকে আক্রমণ বাবুলের, পাল্টা দিলেন পার্থ

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

রাহুল সিনহার অভিযোগ রাজ্যে মাওবাদীদের ফের সুযোগ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র আন্দোলনের নামে অসভ্যতা চলছে। আর যার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্তব্য করেছেন তিনি। যাদবপুরে ছাত্রছাত্রীদের ওপর পুলিশ লাঠি চালনার পরেও, ক্ষমা চাওয়ার ঘটনারও সমালোচনা করেন তিনি। সিপিএম নামক সাপ নিয়ে আবার খেলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ সময়, সুযোগ পেলে ওঝাকে ছাড়ে না। মন্তব্য করেছেন রাহুল সিনহা।

মুখ্যমন্ত্রীর দু-মুখো ভাবমূর্তি! যাদবপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আর যা বলেন বাবুলমুখ্যমন্ত্রীর দু-মুখো ভাবমূর্তি! যাদবপুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আর যা বলেন বাবুল

সাপ সুযোগ পেলে ওঝাকে ছাড়ে না! মমতার 'পাশে' দাঁড়িয়েও সৌজন্য নিয়ে প্রশ্ন বিজেপি নেতার সাপ সুযোগ পেলে ওঝাকে ছাড়ে না! মমতার 'পাশে' দাঁড়িয়েও সৌজন্য নিয়ে প্রশ্ন বিজেপি নেতার

বিজেপিতে বড় ভাঙন সিএএ নিয়ে! দলের নিচু তলায় কিসের চোরা স্রোত বিজেপিতে বড় ভাঙন সিএএ নিয়ে! দলের নিচু তলায় কিসের চোরা স্রোত

আসুন শীতকাল, গরম গরম চা খান, চপ খান! মমতাকে প্রশ্নবানে বিদ্ধ করলেন অধীরআসুন শীতকাল, গরম গরম চা খান, চপ খান! মমতাকে প্রশ্নবানে বিদ্ধ করলেন অধীর

English summary
BJP leader Rahul Sinha criticises CPM, Congress over their comments on PM Modi in Belur math. He compares CPM as snake.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X