For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বীজ নয় কমিউনিস্টরা, জেএনইউ নিয়ে তীব্র আক্রমণ রাহুল সিনহার

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫ শতাংশ ছাত্রছাত্রী গণ্ডগোল পাকাচ্ছে। যার জেরে অসুবিধায় পড়ছে বাকি ৯৫ শতাংশ ছাত্রছাত্রী। এমনটাই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার।

  • |
Google Oneindia Bengali News

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫ শতাংশ ছাত্রছাত্রী গণ্ডগোল পাকাচ্ছে। যার জেরে অসুবিধায় পড়ছে বাকি ৯৫ শতাংশ ছাত্রছাত্রী। এমনটাই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জেএনইউ নিয়ে তাঁর ব্যাখ্যা, সেখানে হামলা আহ্বান করা হয়েছিল।

আরএসএস এবিভিপিকে আক্রমণ ববি হাকিমের

আরএসএস এবিভিপিকে আক্রমণ ববি হাকিমের

রবিবার সন্ধেয় জেএনইউতে বহিরাগতরা হামলা চালায়। দেশের বিরোধীরা সম্মিলিতভাবে অভিযোগ করে এই হামলার পিছনে রয়েছে এবিভিপি। সোমবারও একই সুর শোনা গিয়েছে বিরোধীদের মুখে। কলকাতার মেয়র ববি হাকিমও একই অভিযোগ করেছেন। তিনি ঘটনাকে পৈচাশিক অ্যাখ্যা দিয়ে বলেছেন, এবিভিপিই এই ঘটনায় দায়ী।

পাল্টা আক্রমণ রাহুল সিনহার

পাল্টা আক্রমণ রাহুল সিনহার

রাহুল সিনহার পাল্টা প্রশ্ন ববি হাকিম জ্যোতিষি নাকি? মুখোশের আড়ালে থাকা হামলাকারীদের তিনি কী ভাবে চিনলেন, প্রশ্ন করেন রাহুল।

বামেদের আক্রমণ রাহুলের

বামেদের আক্রমণ রাহুলের

সোমবার বিভিন্ন বামপন্থী সংগঠন রাজ্য বিজেপি সদর দফতরের কাছে যাওয়ার চেষ্টা করে। বিজেপির পতাকাও পোড়ানো হয়। এই কাজে ক্ষুব্ধ রাহুল সিনহা। তিনি বলেছেন, কমিউনিস্টরা ভারতের বীজ নয়। বিদেশ থেকে আসা বীজ ভারতের বুকে হাহাকার সৃষ্টি করেছে বলেও তিনি কটাক্ষ করেন।

গণ্ডগোলে ৫ শতাংশ ছাত্রছাত্রী

গণ্ডগোলে ৫ শতাংশ ছাত্রছাত্রী

শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ৫ শতাংশ ছাত্রছাত্রী গণ্ডগোল পাকাচ্ছে। যার জেরে অসুবিধায় পড়ছে বাকি ৯৫ শতাংশ ছাত্রছাত্রী। এমনটাই দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির জায়গা নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
BJP leader Rahul Sinha criticises Communists on activities in JNU
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X