For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীরকে বিজেপিতে যোগ দেওয়ার ডাক! রাহুল বললেন- আর দেরি নয়, চলে আসুন

প্রদেশ কংগ্রেস সভাপতি গড়ে দাঁড়িয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা।

Google Oneindia Bengali News

প্রদেশ কংগ্রেস সভাপতি গড়ে দাঁড়িয়ে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, 'আর দেরি করা উচিত নয় অধীরবাবুর। এবার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে নিন। রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে সময় নষ্ট না করে বিজেপিতে যোগ দেওয়াই শ্রেয়।'

অধীরকে বিজেপিতে যোগ দেওয়ার ডাক রাহুলের

শনিবার এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বহরমপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা প্রাকত্ন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বহরমপুরে অনুষ্ঠানের সদ্ব্যবহার করেন তিনি। অধীরের গড়ে দাঁড়িয়ে তাঁকে বিজেপিতে আহ্বান জানান। বলেন, আপনি বিজেপিতে এলে আপনার মঙ্গল হবে আর এই মুর্শিদাবাদ জেলারও মঙ্গল হবে। তৃণমূলের গ্রাস থেকে উদ্ধার করা যাবে মুর্শিদাবাদকে।

অধীরকে বিজেপিতে যোগ দেওয়ার ডাক রাহুলের

সম্প্রতি অধীরঘনিষ্ঠ হুমায়ুন কবীর বিজেপিতে যোগ দিতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে হুমায়ুনের পথ ধরে অধীরও বিজেপিতে গিয়ে ঢুকবেন। তার কারণ প্রবল মমতা-বিরোধী বলে পরিচিত অধীর কোণঠাসা হয়ে কংগ্রেস-তৃণমূল জোট মানবেন না। আর লোকসভার আগে পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। সেই পরিপ্রেক্ষিতেই অধীরকে নিয়ে যখন জল্পনা শুরু হয়েছে, রাহুল সিনহার ডাক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এদিন রাহুল আরও বলেন, ২০১৯-এ লোসকভার পর তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে যাবে। তারপর বাংলার ক্ষমতায় আসবে বিজেপিই। তৃণমূল বুঝতে পেরে গিয়েছে ভবিষ্যৎ। সেই কারণেই হারার ভয়ে পঞ্চায়েত ভোটে দখলদারি চালাল। তবে লোকসভায় সে সম্ভাবনা নেই। এবার তৃণমূল উবে যাবে।

English summary
BJP leader Rahul Sinha calls Adhir Chowdhury to join in BJP. Adhir can join in BJP-this speculation is growing in Bengal’s politics recently.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X