For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাজনীতিতে নামার ‘পরামর্শ’, বেলাগাম নিশানা বিজেপি নেতার

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল সিনহা। বলেছিলেন, দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পায়।

Google Oneindia Bengali News

নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করেছিলেন রাহুল সিনহা। বলেছিলেন, দ্বিতীয়বার বিদে্শিনী বিয়ে করলেই দেখছি লোকে নোবেল পায়। বাঙালি নোবেল বিজয়ীর নামে এ ধরনের মন্তব্য করে যে আদৌ অনুতপ্ত নন রাহুল, তা তিনি বুঝিয়ে দিলেন ফের বেলাগাম মন্তব্য করপে।

রাজনীতির ঝান্ডা ধরুন অভিজিৎ, কটাক্ষ

রাজনীতির ঝান্ডা ধরুন অভিজিৎ, কটাক্ষ

রাহুল সিনহা এবার বলেন, অর্থনীতি ছেড়ে এবার রাজনীতির ঝান্ডা ধরুন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন. একজন অর্থনীতিবিদের শুধু অর্থনীতি নিয়েই চিন্তা করা উচিত। রাজনীতির মারপ্যাঁচে না থাকাই উচিত। কারণ রাজনীতি তাঁর বিষয় নয়। আর যদি এতই পছন্দ হয়, তাহলে রাজনীতিতে নামুন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

মোদীজির সঙ্গে দেখা করতেই পারেন, তাতে কী

মোদীজির সঙ্গে দেখা করতেই পারেন, তাতে কী

রাহুল সিনহা আরও বলেন, মোদীজির সঙ্গে দেখা করতেই পারেন নোবেলজয়ী। দেখা করাটাই স্বাভাবিক। কিন্তু নোবেল পাওয়ার আগে ও পরে যেভাবে রাজনীতি করছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তা উচিত নয়। অর্থনীতিবিদ যদি রাজনীতি করেন, কোনও রাজনৈতিক দলকে ছোটো করেন, সেটা মানা যায় না।

অভিজিৎ বামপন্থী, এ দেশে অচল

অভিজিৎ বামপন্থী, এ দেশে অচল

এর আগে নোবেলজয়ীর সমালোচনায় রাহুল সিনহা বলেন, ভারতের দারিদ্র দূর করতে কোনও কাজে আসবেন না অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী। আর বামপন্থা এ দেশে অচল। মানুষ তা প্রত্যাখ্যান করেছে। বিদেশে কোথাও কোথাও চলতে পারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের অর্থনীতি।

অভিজিৎকে কটাক্ষ করতে গান্ধী-স্মরণ

অভিজিৎকে কটাক্ষ করতে গান্ধী-স্মরণ

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে রাহুল সিনহা আবার গান্ধীজির স্মরণও নেন। তিনি বলেন, ভারতে মহাত্মা গান্ধীর নীতিতেই আর্থিক উন্নতি সম্ভব। এরপরই রাহুল বলেন, এখন দেখছি বিদেশিনীকে বিয়ে করলেই তিনি নোবেল পাচ্ছেন। অমর্ত্য সেনের ক্ষেত্রেও তা হয়েছিল, এবার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি।

বিদেশিনী স্ত্রী তত্ত্বের পর আবার

বিদেশিনী স্ত্রী তত্ত্বের পর আবার

উল্লেখ্, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এস্থার ডাফলোও নোবেল পান। তিনি অভিজিতের ছাত্রী ছিলেন। পরে ফরাসি এই মহিলাকে বিয়ে করেন অভিজিৎ। তাঁর এই বিদেশিনী স্ত্রী তত্ত্বেই নিশানা করেন রাহুল। এর আগে পীযুষ গোয়েলও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ভাবনা দেশের মানুষ রিজেক্ট করে দিয়েছে।

<strong>রাজধানী দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি </strong>রাজধানী দিল্লির ৪০০ টি জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় জারি অ্যালার্ট! নিশানায় দিওয়ালি

English summary
BJp leader Rahul Sinha again criticizes Nobel Laureate Abhijit Banerjee. He gives advice to start politics leaving economics,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X