For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতগড়ে বিজেপি নেতাকে নিয়ে তোলপাড় !১৯ হাজারের রসিদে ১ লাখ টাকার তোলাবাজির অভিযোগ

১৯ হাজারের রসিদে ১ লাখ টাকার তোলাবাজি! অনুব্রতগড়ে বিজেপিকে নেতাকে নিয়ে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

কাটমানি কাণ্ড নিয়ে গত কয়েক মাসে তোলপাড় হয়েছে গোটা বাংলা। তৃণমূল নেত্রীর 'কাটমানি ফেরত দিতে হবে' বার্তাকে নিয়ে ময়দানে নেমে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছিল পদ্মশিবিরের নেতৃত্ব। এবার পুরভোট ঘিরে নির্বাচনী-পারদ চড়ার আগে বীরভূমের খয়রাশোলের একটি ঘটনা সামনে আসতে শুরু করেছে। যেখানে তোলাবাজির দায়ে কাঠগড়ায় বিজেপি নেতা।

অনুব্রতগড়ে বিজেপির তোলাবাজি!

অনুব্রতগড়ে বিজেপির তোলাবাজি!

রাঢ় বাংলার দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের এলাকা বীরভূমের খয়রাশোলের একটি ঘটনা নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরব সোশ্যাল মিডিয়া। সেখানের ভাদুরিয়া কোল মাইনস থেকে ১ লাখ টাকা তোলা আদায়ের অভিযোগ উঠেছে এলাকার বিজেপি ব্লক সভাপতির বিরুদ্ধে। আর সেই তোলার রসিদ আপাতত ভাইরাল । (ছবির সত্যতা যাচাই করেনি 'ওয়ান ইন্ডিয়া বাংলা')

বিজেপির ব্লক সভাপতির বিরুদ্ধে কোন অভিযোগ?

বিজেপির ব্লক সভাপতির বিরুদ্ধে কোন অভিযোগ?

খয়রাশোলে বিজেপির ব্লক সভাপতি রথীলাল সিংহের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি ১৯ হাজার টাকার রসিদের বিনিময়ে একটি কোল মাইনস সংস্থা থেকে ১ লাখ টাকা তোলা আদায় করেছেন। রসিদে স্পষ্ট রয়েছে দিলীপ ঘোষের নাম ও স্বাক্ষর। রসিদে রয়েছে , রাজ্যের বিজেপির সদর দফতরের ঠিকানা।

রসিদে লেখা ১৯ হাজারের বেশি নেওয়া যাবে না..

রসিদে লেখা ১৯ হাজারের বেশি নেওয়া যাবে না..

রসিদে স্পষ্ট লেখা রয়েছে ১৯ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। র সেই রসিদের বিনিময়ে বিজেপি নেতা নিয়ে নিয়েছেন ১ লক্ষ টাকা। যা ঘিরে তোলপাড় হয়ে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গর্ুপে।

বিজেপি সভাপতির কোন দাবি?

বিজেপি সভাপতির কোন দাবি?

বিজেপি এই গোটা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রসিদ তাঁরা দিয়ে চলে আসেন। কিন্তু তাতে টাকার অঙ্ক কতটা ছিল , তা দেখেননি রথীলাল। টাকার অঙ্ক তিনি নিজেও লেখেননি। রথীলালের দাবি, তাঁকে ফাঁসাতেই লক্ষাধিক টাকা কেউ লিখে দিয়েছে বলে দাবি করেছেন তিনি।

English summary
BJP leader of West Bengal allegedly took 1 lakh in 19 thousand rupees bill, pic got viral .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X