For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামেদের এই পুরনো পথেই কিস্তিমাত করতে চান মুকুল রায়

পথনাটিকার মাধ্যমে প্রচার শুরু করতে চলেছেন বিজেপি নেতা মুকুল রায়। পথ নাটিকায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলের কাহিনি। তবে নাটকের দলের সঙ্গে পাকা কথা বলা বাকি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পথনাটিকার মাধ্যমে প্রচার শুরু করতে চলেছেন বিজেপি নেতা মুকুল রায়। পথ নাটিকায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলের কাহিনি। তবে নাটকের দলের সঙ্গে পাকা কথা বলা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে কথা হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও।

 বামেদের এই পুরনো পথেই কিস্তিমাত করতে চান মুকুল রায়

সত্তরের দশক কিংবা আশির দশকের শুরুতেও পথ নাটিকার মাধ্যমে প্রচার চালাত পশ্চিমবঙ্গের বামদলগুলি। পথ নাটিকায় তুলে ধরা হত ৭২-৭৭-এর 'অত্যাচারী' কংগ্রেসি শাসন কিংবা সমকালীন নানা বিষয়। সে সময় পথ নাটিকায় অভিনয়ও করতেন দিকপাল ব্যক্তিরা। অভিনয় করতেন উৎপল দত্ত, শোভা সেনের মতো অনেকেই।

পরবর্তীকালে সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের সময়েও, তৎকালীন বাম শাসকদের কার্যকলাপ নিয়ে পথনাটিকায় অংশ নিয়েছিলেন পরিবর্তনের ডাক দেওয়া বুদ্ধিজীবীদের একাংশ। ছিলেন নাট্যকর্মীদের অনেকেই। ২০০৮-০৯ সালে তৎকালীন বাম শাসকের বিরুদ্ধে পথনাটকের উদ্যোগ নিয়েছিলেন একসময়ে তৃণমূলের অঘোষিত দ্বিতীয় স্থানে থাকা মুকুল রায়।

দলবদলের পর পুরনো দলের খারাপ দিকগুলিকেই জনগণের সামনে তুলে ধরতে সেই পাথ নাটিকার সাহায্য নিতে চাইছেন মুকুল রায়। ক্ষমতায় বসার আগের মমতা আর মুখ্যমন্ত্রী মমতার মধ্যে বিস্তর ফারাক বলেই দাবি মুকুল রায়ের। সেইসব ঘটনাই তুলে ধরতে চান মুকুল রায়।

 বামেদের এই পুরনো পথেই কিস্তিমাত করতে চান মুকুল রায়

সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের সময় যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পথ নাটকে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকের সঙ্গেই কথা বলেছেন মুকুল রায়। তাঁদেরকে নিয়েই ফের পরিবর্তনের ডাক দিয়েছেন মুকুল রায়। ২৩ ডিসেম্বর থেকে থেকে রাজ্য ব্যাপী পরিবর্তন যাত্রা শুরু করছেন তিনি। সেই পরিবর্তন যাত্রাতেই নাটক তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। তাতে থাকবে তৃণমূলের 'অত্যাচার' কিংবা রাজ্য সরকারের 'ভ্রান্ত' প্রতিশ্রুতির নানা দিক।

English summary
BJP leader Mukul Roy wants to presents drama show on Trinamool regime. From December 23rd he starts Paribartan yatra in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X