For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থীপদের পরই মুকুলকে নিয়ে বড় পদক্ষেপ মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

বাংলার নির্বাচনে যতই এগিয়ে আসছে ধীরে ধীরে ফের শিরোনামে মুকুল রায়। বাংলার রাজনীতির এই চাণক্য এবার কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। আর এরপর এবার তাঁর নিরাপত্তা বেষ্টনী নিয়েও বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

 মুকুল রায় পাচ্ছেন কোন নিরাপত্তা?

মুকুল রায় পাচ্ছেন কোন নিরাপত্তা?

বিজেপি নেতা মুকুল রায় পাচ্ছেন 'জেড' ক্যাটেগোরি নিরাপত্তা। আগে তাঁর নিরাপত্তা ছিল ওয়াই প্লাস। তবে সেখান থেকে তাঁর নিরাপত্তা বাড়িয়ে এবার কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থীকে কেন্দ্র তাবড় নিরাপত্তা বেষ্টনীতে বেঁধে দিল।

কী কী পাবেন মুকুল?

কী কী পাবেন মুকুল?

জেড ক্যাটেগোরি নিরাপত্তার হাত ধরে মুকুল রা. পাবেন ৩৩ টি ট্রুপ। এরমধ্যে ১০ জন সশস্ত্র স্ট্যাটিক গার্ড থাকবে। তাঁরা মুকুল রায়ের বাড়িতে থাকবেন। ৬ জন পিএসও থাকছেন। এই পিএসওরা ২৪ ঘণ্টা মুকুলবাবুর সঙ্গে থাকবেন। এছাড়াও সশস্ত্র ১২ কমান্ডো থাকবেন নিরাপত্তায়।

এছাড়াও মুকুলের নিরাপত্তায় কী থাকবে?

এছাড়াও মুকুলের নিরাপত্তায় কী থাকবে?

জানা গিয়েছে জেড ক্য়াটেগোরির নিরাপত্তার হাত ধরে মুকুল রায়ের নিরাপত্তায় থাকবে দুটি ট্রুপ। তিনজন প্রশিক্ষিত চালক। প্রসঙ্গত, এবারের হাইভোল্টেজ ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র বিজেপির ঘরে তোলার গুরু দায়িত্ব রয়েছে মুকুল রায়ের কাঁধে। তাঁর বিরুদধে তৃণমূলের প্রার্থী রয়েছেন কৌশানী।

রাজ্যরাজনীতি ও মুকুল

রাজ্যরাজনীতি ও মুকুল

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে দেখা গিয়েছে বাংলার বুকে ২০ টি রাজনৈতিক হিংসার গড় প্রতিবছর থেকেছে। আর সেই জায়গা থেকে ২০২১ এর হাইভোল্টেজ নির্বাচনের প্রেক্ষিতে মুকুল রায়কে নয়া নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে বলে খবর।

English summary
BJP leader Mukul Roy to get Z category security as Centre takes initiative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X