'চার দশক পুরনো সার্কাস ফের হবে ব্রিগেডে', মমতাকে কটাক্ষ মুকুল রায়ের
একসময়ের ডানহাত এখন পুরোপুরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। মমতা বন্দ্যোপাধ্যায় কখনও সরাসরি নাম নিয়ে না বললেও আক্রমণ করতে ছাড়েননি। আর মুকুল রায় সরাসরিই তোপ দেগেছেন বিজেপিতে যোগদানের পর থেকেই।

কয়েকদিন আগে বলেছিলেন, মমতা নিজে এনডিএ-তে ফিরতে চেয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর এদিন ব্রিগেডে শনিবার তৃণমূলের সভা নিয়েও নতুন করে টিপ্পনী কাটলেন।
মুকুলের ব্যঙ্গ, কলকাতায় ব্রিগেড মাঠে ফের এক সার্কাস হতে চলেছে। ৪১ বছর আগে একবার সার্কাস হয়েছিল। তার নেতা ছিলেন বাম নেতা প্রয়াত জ্যোতি বসু। আর সেই সার্কাসের পুনরাবৃত্তি করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকুল রায় এখন বিজেপির সভার কাজে বাংলার নানা জেলায় ঘুরছেন। লোকসভার আগে কোথায় কত জল তা আঁচ করছেন। রাজ্যে পরপর বিজেপির শীর্ষ নেতৃত্বের সভা হওয়ার কথা রয়েছে। এছাড়াও স্থানীয় নেতৃত্ব মানুষকে একজোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে সাহস জোগাচ্ছেন।
মমতার ব্রিগেড সভা নিয়ে কটাক্ষ করে মুকুল বলেন, জ্যোতি বসুর সভার পরের ফল কী হয়েছিল তা সাধারণ মানুষ জানেন, মমতার সভার ফলও কী হতে চলেছে তা পরে বোঝা যাবে।
দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাইরে কোনও একটি রাজ্য থেকে দাঁড়িয়ে জিতলে তাঁরাই তদ্বির করবেন যাতে মমতাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হয়। তাঁর কথায়, এটা কোনও রাজ্যের নির্বাচন নয়, লোকসভা ভোট। এখানে নরেন্দ্র মোদীকে প্রতিদ্বন্দ্বিতা দেবে এমন নেতা এখনও বিরোধীদের মধ্যে নেই।