For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্রধরের কাঁধে পা রেখেই জঙ্গলমহলে মমতা, মুকুল জানালেন জঙ্গলমহলের 'অজানা' কথা

ছত্রধর মাহাতকে এতদিন জেলে থাকতে হল কেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন হওয়া উচিত ছত্রধরের সহকর্মীদের। ছত্রধর মাহাত-র মুক্তি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বিজেপি নেতা মুকুল রায়ের।

  • |
Google Oneindia Bengali News

ছত্রধর মাহাতকে এতদিন জেলে থাকতে হল কেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন হওয়া উচিত ছত্রধরের সহকর্মীদের। ছত্রধর মাহাত-র মুক্তি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বিজেপি নেতা মুকুল রায়ের। তাঁর অভিযোগ রাজনৈতিক স্বার্থেই ছত্রধর মাহাতকে ব্যবহার করা হয়েছিল, তাঁকে জেলে পাঠানোা হয়েছিল। এই মুক্তির পিছনেও রাজনৈতিক স্বার্থই কাজ করছে বলে মনে করেন তিনি।

রাজনৈতিক কারণে মুক্তি ছত্রধরের

রাজনৈতিক কারণে মুক্তি ছত্রধরের

মুক্তি পেয়েছেন ছত্রধর মাহাত। বাড়ির পথে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তৃণমূলের তরফ থেকে। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি রাজনৈতিক কারণেই মুক্তি দেওয়া হয়েছে ছত্রধর মাহাতকে।

মুকুলের মুখে লালগড়ের কথা

মুকুলের মুখে লালগড়ের কথা

বিজেপি নেতা মুকুল রায় বলেন সেই সময় লালগড় আন্দোলন চোখের সামনে আছে। তিনি বলেন, ছত্রধরের দাদা মাওবাদী শশধরের মৃত্যু তিনি জানেন। প্রাক্তন মাওবাদী সুচিত্রা মাহাতর কথাও তিনি জানেন।

মেদিনীপুর সার্কিট হাউসে হয়েছিল সভা

মেদিনীপুর সার্কিট হাউসে হয়েছিল সভা

মুকুল রায় বলেছেন, মেদিনীপুর সার্কিট হাউসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছত্রধর মাহাত বৈঠক হয়েছিল। সেই ঘটনাও তিনি জানেন।

এতদিন জেলে কেন ছত্রধর, প্রশ্ন মুকুলের

এতদিন জেলে কেন ছত্রধর, প্রশ্ন মুকুলের

মুকুল রায় ছত্রধরের জামিন প্রসঙ্গে বলেছেন, ২০১১-তে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে সময়ে ছত্রধর মুক্তি পেলেন, তা একেবারে ২০২১-এর কাছেই। ছত্রধরকে এতদিন কেন জেলে থাকতে হল, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে দিতে হবে, মন্তব্য করেছেন মুকুল রায়।

ছত্রধরের কাধে পা রেখেই জঙ্গলমহলে মমতা

ছত্রধরের কাধে পা রেখেই জঙ্গলমহলে মমতা

মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সঠিক কিংবা বেঠিক তিনি বলছেন না, কিন্তু ছত্রধর মাহাতর কাধে পা রেখেই তিনি জঙ্গলমহলে প্রবেশ করেছিলেন।

ছত্রধরকে পাওয়ার চেষ্টা করেনি বিজেপি

ছত্রধরকে পাওয়ার চেষ্টা করেনি বিজেপি

মুকুল রায় দাবি করেন, বিজেপি ছত্রধরকে পাওয়ার চেষ্টা করেনি। কেননা তাঁর বিরুদ্ধে যেসব আইন আনা হয়েছিল, তার থেকে মুক্তি দিতে একমাত্র রাজ্য সরকারই পারে। ফলে যাতে ছত্রধরের অসুবিধা না হয়, তার জন্যই তারা ছত্রধরের দিকে হাত বাড়াননি বলে জানিয়েছেন মুকুল রায়।

English summary
BJP leader Mukul Roy says, Mamata Banerjee enters Junglemahal with the help of Chatradhar Mahato
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X