For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতৃত্ব রাজি হতেই সুর নরম, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব মুকুলের

নেতৃত্ব রাজি হতেই সুর নরম, বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব মুকুলের

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসেবে বিজেপির (bjp) তরফে দায়িত্ব দেওয়া হল শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) । এদিন হওয়া বিজেপির পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন।

মতপার্থক্য! বালুমাটির শুভেন্দু বিরোধী দলনেতা হয়েই খারিজ করলেন লালমাটির দিলীপের তত্ত্বমতপার্থক্য! বালুমাটির শুভেন্দু বিরোধী দলনেতা হয়েই খারিজ করলেন লালমাটির দিলীপের তত্ত্ব

বিধানসভায় শপথ গ্রহণের পরে মুকুল রায়ের মন্তব্যে জল্পনা

বিধানসভায় শপথ গ্রহণের পরে মুকুল রায়ের মন্তব্যে জল্পনা

৭ মে বিধানসভা শপথ গ্রহণের পরেই মুকুল রায়ের মন্তব্যে জল্পনা তৈরি হয়। বিধানসভায় সেদিন যেমন তিনি অন্য গেট দিয়ে ঢুকেছিলেন, ঠিক তেমনই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলাপচারিতা সকলের নজর কেড়েছিল। তিনি বলেছিলেন, যেদিন কিছু বলার হবে, সবাইকে ঢেকে বলবেন। তিনি আরও বলেছিলেন, মানুষের জীবনে এমন দু-একটা দিন আসে, যখন তাঁকে চুপ থাকতে হয়।

 সামনে এসেছিল দিলীপ ঘোষের ইচ্ছার কথা

সামনে এসেছিল দিলীপ ঘোষের ইচ্ছার কথা

সূত্রের খবর অনুযায়ী, এসবের পিছনে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ইচ্ছার কথা। দিলীপ ঘোষ নাকি চেয়েছিলেন বিরোধী দলনেতা যিতি হবেন, তাঁর আরএসএস-এর ভিত্তি থাকতে হবে। এককথায় বলতে গেলে তিনি প্রাক্তন তৃণমূলীকে নাকি বিরোধী দলনেতার আসনে দেখতে চাননি। পরিস্থিতি আঁচ করতে পেরেছিলেন মুকুল রায়।

মুকুল রায়ের বাড়িতে বিজেপির শীর্ষ নেতৃত্ব

মুকুল রায়ের বাড়িতে বিজেপির শীর্ষ নেতৃত্ব

সূত্রের খবর অনুযায়ী, ৭ মে মুকুল রায়ের মন্তব্যে জল্পনা তৈরি হওয়ার পরে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের তরফে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর রবিবার সল্টলেকে মুকুল রায়ের ভাড়া বাড়িতে পৌঁছে যান কৈলাশ বিজয়বর্গীয়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিকের মতো নেতারা। সেখানেই ঠিক হয়ে যায় মুকুল রায় যাবেন। তবে মুকুল রায়ের প্রস্তাব মানবে হবে। জায়ান্ট কিলার হিসেবে বিরোধী নেতা হিসেবে তাঁর পছন্দ শুভেন্দুই। রাজি হয় কেন্দ্রীয় নেতৃত্ব। যা করতে গিয়েই দিল্লি থেকে পাঠানো হয় রবিশঙ্কর প্রসাদকে। রাজ্যে বিজেপির বিরোধী দলনেতা ঠিক করতে সরাসরি হস্তক্ষেপ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু নাম প্রস্তাব মুকুলের

বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু নাম প্রস্তাব মুকুলের

এদিন যখন রাজভবনে শপথ নিচ্ছেন তৃণমূলের মন্ত্রীরা, সেই সময় বিজেপির দফতরে পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রবিশঙ্কর প্রসাদ উপস্থিত ছিলেন। সেখানে মুকুল রায় বিরোধী দলনেতা হিসেবে মুকুল রায়ের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে সবাই শুভেন্দু অধিকারীকেই দেখতে চাইছে। সেখানে উপস্থিত বিজেপি বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান।
পরে নিজের সম্পর্কে মুকুল রায় বলেন, বয়স হয়ে গিয়েছে। তাই তিনি বিরোধী দলনেতার পদে থাকছেন না। অন্যদিকে শুভেন্দু অধিকারী জানান, তিনি সবার পরামর্শ নিয়েই কাজ করবেন।

English summary
BJP leader Mukul Roy proposes Suvendu Adhikari's name as opposition leader in assembly council meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X