For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা পাহাড়ে মুকুল রায়! জানালেন, জেলায় ভবিষ্যৎ টার্গেট আর দিশার কথা

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বিজেপি নেতা মুকুল রায়। দলীয় কর্মীদের নিয়ে তিনি বনভোজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকও সারেন।

  • |
Google Oneindia Bengali News

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বিজেপি নেতা মুকুল রায়। দলীয় কর্মীদের নিয়ে তিনি বনভোজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকও সারেন। প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে জানান, আগামী নির্বাচনে জেলার ৯ টি বিধানসভা আসন এবং ৩ টি পুরসভা বিজেপি দখল করবে।

বনভোজনের মাধ্যমে জনসংযোগ

বনভোজনের মাধ্যমে জনসংযোগ

বনভোজনের মাধ্যমে জনসংযোগ করলেন বিজেপি নেতা মুকুল রায়। জেলা বিজেপি এবং মুকুল রায়ের ইচ্ছাতেই এই বনভোজনের আয়োজন বলে জানা গিয়েছে। কর্মীদের নিয়ে সময় কাটাতেই এই বনভোজনের আয়োজন বলে জানিয়েছেন তিনি।

জেলায় বিজেপির আরও ভাল ফলের আশা

জেলায় বিজেপির আরও ভাল ফলের আশা

তিনি বলেছেন, বিজেপি লোকসভা নির্বাচনে ভাল ফল করেছে। আগামী দিনে জেলার নটি বিধানসভা এবং ৩ টি পুরসভা তারা দখল করতে পারবেন, আশাবাদী মুকুল রায়।

জেলায় ভবিষ্যতের দিশা অযোধ্যার টুরিজম হাব

জেলায় ভবিষ্যতের দিশা অযোধ্যার টুরিজম হাব

ভবিষ্যতে অযোধ্যা পাহাড়কে ঘিরে টুরিজম হাব হতে পারে বলে মনে করেন মুকুল রায়। অযোধ্যা পাহাড়ের গ্রামগুলিকে ঘিরেই হতে পারে টুরিজম হাব, মন্তব্য করেছেন মুকুল রায়।

'বাঘমুণ্ডি ছিল বাম দুর্গ'

'বাঘমুণ্ডি ছিল বাম দুর্গ'

কর্মীদের তিনি মনে করিয়ে দেন, অযোধ্যার কোলে থাকা বাঘমুণ্ডি একটা সময়ে দুর্ভেদ্য বাম দুর্গ ছিল। সেই বাম দুর্গ মাওবাদীদের হাত ঘুরে, তৃণমূলের হাত হয়ে এখন বিজেপির দখলে।

English summary
BJP leader Mukul Roy meets party's Purulia leaders at Ayodhya Hill. He said, party will win 9 assembly seats and 3 municipalities of this district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X