For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই দখলে উত্তর ২৪ পরগনার ৩ পুরসভা! আগামী দিনে কোন টার্গেট, জানালেন মুকুল

মঙ্গলবারই বিজেপির দখলে আসতে চলেছে উত্তর ২৪ পরগনার তিন পুরসভা। ইতিমধ্যেই পুরসভার কাউন্সিলররা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। এদিন বিজেপিতে যোগ দিতেপারেন কমপক্ষে তিন বিধায়ক।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারই বিজেপির দখলে আসতে চলেছে উত্তর ২৪ পরগনার তিন পুরসভা। ইতিমধ্যেই পুরসভার কাউন্সিলররা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। এদিন বিজেপিতে যোগ দিতে পারেন কমপক্ষে তিন বিধায়ক। আগামী দু-মাসে রাজ্যের ৫৫ থেকে ৬০ টি পুরসভা বিজেপির দখলে আসবে বলে দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়।

দিল্লিতে অর্ধ শতাধিক কাউন্সিলর

বিজেপিতে যোগ দিতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন কমপক্ষে অর্ধ শতাধিক কাউন্সিলর। যার প্রায় সবাই তৃণমূলের। এঁদের মধ্যে কোনও পুরসভার চেয়ারম্যান, কোনও পুরসভার ভাইস চেয়ারম্যান রয়েছেন বলে জানা গিয়েছে। হালিসহর পুরসভার ২৩ জনের মধ্যে ১৯জন, কাঁচড়াপাড়ার ২৪ জনের মধ্যে ১৮ জন, নৈহাটির ৩১ জনের মধ্যে ২২ জন বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, হালিসহর, কাঁচড়াপাড়া এবং নৈহাটির যথাক্রমে ১৮, ১৪ এবং ১৭ জন কাউন্সিলর দিল্লিতে রয়েছেন। বাকিরা পরে বিজেপিতে যোগ দেবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলররাও দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে।

দিল্লিতে রয়েছেন কমপক্ষে ৪ বিধায়ক

দিল্লিতে রয়েছেন কমপক্ষে ৪ বিধায়ক

বিজেপিতে যোগ দিতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন, বিষ্ণুপুরে বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের হেমতাবাদের বাম বিধায়ক দেবেন্দ্রনাথ রায় দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে। রয়েছেন বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।

[আরও পড়ুন:কংগ্রেসের পরবর্তী সভাপতি কে! 'অনড়' রাহুলকে নিয়ে বৈঠকের মুখে হাত শিবির ][আরও পড়ুন:কংগ্রেসের পরবর্তী সভাপতি কে! 'অনড়' রাহুলকে নিয়ে বৈঠকের মুখে হাত শিবির ]

মুকুল রায়ের টার্গেট

মুকুল রায়ের টার্গেট

মঙ্গলবার কটি পুরসভা দখলে আসতে পারে বিজেপির, প্রশ্নের উত্তরে মুকুল রায় জানান, আপাতত গোটা চারেক পুরসভা বিজেপির দখলে আসবে। যার মধ্যে রয়েছে কাঁচড়াপাড়া, হালিসহর, নৈহাটির মতো পুরসভা। মাস দু-তিনেকের মধ্যে রাজ্যের ৫৫ থেকে ৬০ টি পুরসভার নিয়ন্ত্রণ নেবে বিজেপি।

[আরও পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রে সম্ভাব্য মন্ত্রী! নতুন সাংসদদের নিয়ে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রে সম্ভাব্য মন্ত্রী! নতুন সাংসদদের নিয়ে জল্পনা তুঙ্গে]

English summary
BJP leader Mukul Roy fixes the target to capture Municipalities in coming months. Several councillorsof TMC went to Delhi to join BJP with Subhranshu Roy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X