For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে নজরবন্দি করার দাবিতে সরব মুকুল, ভোট প্রচারে একে একে হানলেন বান

একদা তাঁর বিশ্বস্ত সৈনিকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার আবেদন জানালেন। বিজেপির লাগাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

একদা তাঁর বিশ্বস্ত সৈনিকই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার আবেদন জানালেন। বিজেপির লাগাতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার আবেদন করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে এই পদক্ষেপ জরুরি।

নজরবন্দি করার দাবি

নজরবন্দি করার দাবি

পঞ্চম দফায় ভোট হচ্ছে বারাকপুর। সেদিকেই এখন গোটা বাংলার চোখ। তৃণমূল ছেড়ে পদ্ম শিবির যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে আসছে রাজ্যের শাসকদল। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে নজরবন্দি করার দাবি করলেন মুকুল রায়।

প্রচারে হুঙ্কার মুকুল রায়ের

প্রচারে হুঙ্কার মুকুল রায়ের

রবিবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের হয়ে সোনামুখী প্রচারে আসেন মুকুল রায়। সেখানেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী পদকে ব্যবহার করছেন। ফলে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হচ্ছে। তাই ভোটের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নজরবন্দি করার দরকার।

একে একে অভিযোগ মুকুলের

একে একে অভিযোগ মুকুলের

মুকুল রায়ের অভিযোগ, আমাদের প্রার্থী সৌমিত্র খাঁকে নিজের এলাকার ঢুকতে দেওয়া হয়নি। বনগাঁও কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের দুর্ঘটনার পিছনেও যড়যন্ত্র রয়েছে। তিনি এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন।

জয় শ্রীরাম স্লোগান নিয়ে তোপ

জয় শ্রীরাম স্লোগান নিয়ে তোপ

এদিন মমতাকে সবথেকে বড় গদ্দার বলে অভিযোগ করে মুকুল রায় বলেন, 'জয় শ্রীরাম' স্লোগান শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কনভয়ে থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন। সেই ভিডিও ফুটেজ জেলা প্রশাসন থেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। মুকুলের দাবি, 'কেউ জয় শ্রীরাম স্লোগান দিতেই পারে! কারও পছন্দ হতে পারে, কারও নাও হতে পারে। তার জন্য কেন তাণকে হেনস্থা হতে হবে।

English summary
BJP leader Mukul Roy demands for Surveillance to CM Mamata Banerjee. He says Mamata Banerjee utilizes her CM post in vote campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X