কোন ভাগাড়ের উচ্ছিষ্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! অভিষেককে পাল্টা মুকুল রায়ের
জঙ্গলমহলের সভা থেকে শুভ্রাংশুকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগাড়ের উচ্ছিষ্ট বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়কে। তাঁর সেই কথার এবার কড়া জবাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম বলে আমি ভাগাড়ের উচ্ছিষ্ট যদি হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী?

[আরও পড়ুন:মমতার গেম-প্ল্যানেই ভাঙড়কাণ্ডে গ্রেফতার আরাবুল, চাঞ্চল্যকর দাবি মুকুল রায়ের]
মুকুল রায় বলেন, ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তখন উনি কোন ভাগাড়ের উচ্ছিষ্ট ছিলেন? সেটা জানতে চেয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেইসঙ্গে জানিয়ে দিলেন, শুভ্রাংশুকে নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। কারণ রাজনীতিতে এমন জিনিস একছার হয়। এমন নজির বহু আছে। শুভ্রাংশু বাচ্চা ছেলে নয়, সে তাঁর মতো রাজনীতি করতেই পারে।
এদিন শালবনীতেও মুকুল রায় প্রচারে যান। সেখানে গিয়ে ছত্রধর মাহাতোর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি। বলেন, সিপিএমের হার্মাদের সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। এখন দেখছি সবই এক। শুধু লাল রঙের জায়গায় তৃণমূলের পতাকা এসে গিয়েছে। তৃতীয়বার আর তৃণমূল সরকার আসবে না রাজ্যে। তার কারণ দুবার ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করেছে রাজ্যের সরকার।