For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনে তাঁদেরই পক্ষে ছিলেন সব্যসাচী! হাটে হাঁড়ি ভাঙলেন পাশে থাকা মুকুল

একদিনে বিধাননগরের মেয়রকে নিয়ে বৈঠক চলেছে তৃণমূল ভবনে। অন্যদিকে তাঁকে নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা মুকুল রায়ের। এদিন তিনি বলেন,বিধাননগরের মানুষ বলছেন ভাল কাজ করেছে সব্যসাচী।

Google Oneindia Bengali News

একদিনে বিধাননগরের মেয়রকে নিয়ে বৈঠক চলেছে তৃণমূল ভবনে। অন্যদিকে তাঁকে নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা মুকুল রায়ের। এদিন তিনি বলেন, বিধাননগরের মানুষ বলছেন ভাল কাজ করেছেন সব্যসাচী দত্ত। একই সঙ্গে তিনি বলেন লোকসভা নির্বাচনে তাঁদের পক্ষেই কাজ করেছেন সব্যসাচী। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

'মানুষ বলছে ভাল কাজ করেছে সব্যসাচী'

'মানুষ বলছে ভাল কাজ করেছে সব্যসাচী'

তৃণমূল ভবনে একের পর এক তৃণমূল কাউন্সিলর ঢুকছেন, আর বিষোদগার করছেন সব্যসাচী দত্তের বিরুদ্ধে। প্রায় অধিকাংশ কাউন্সিলরের বক্তব্যই তাই। মুকুল রায়ের মন্তব্য ২ জন বলেছে, ৪৪ জন বলেনি। সাধারণ মানুষ বলছে সব্যসাচী ভাল কাজ করেছে। মেয়র পদ থেকে সব্যসাচী দত্তকে সরানোর সম্ভাবনা প্রসঙ্গে মুকুল রায় বলেন, মেয়র পদ নির্বাচনের
মাধ্যমে করতে হয়।

'লোকসভা নির্বাচনে আমাদের পক্ষে ছিলেন সব্যসাচী'

'লোকসভা নির্বাচনে আমাদের পক্ষে ছিলেন সব্যসাচী'

তিনি কী করবেন জানি না, তবে লোকসভা নির্বাচনে তাদের পক্ষেই ছিলেন সব্যসাচী। এদিন এমনটাই দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। আর ছিলেন বলেই ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২১টিতে
বিজেপি এগিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।

 'মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক আছে'

'মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক আছে'

প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, মুকুলদার সঙ্গে যাওয়ার হলে চলে যা। এপ্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, তিনি নিজের কানে সে কথা শোনেননি। তবে মুকুল রায় তো একটা সময় তৃণমূলেই ছিলেন। ফলে তাঁর সঙ্গে একটা সম্পর্ক আছে।

 সমস্যার শুরু আলুর দম-লুচি বৈঠকের পর

সমস্যার শুরু আলুর দম-লুচি বৈঠকের পর

মার্চের শুরুর দিকে মুকুল রায় গিয়েছিলেন সব্যসাচী দত্তের বাড়িতে। এপ্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেছিলেন, ফোন করে মুকুল রায় বাড়িতে যেতে চেয়েছিলেন। তিনি না বলতে পারেননি। লুচি-আলুর দম খেয়েই মুকুল রায় চলে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন সব্যসাচী দত্ত। মুকুল রায় যে সময় তৃণমূলের ছিলেন, সে সময় তাঁর পছন্দের নেতাদের মধ্যে ছিলেন সব্যসাচী দত্তও। ফলে লুচি-আলুর দম বৈঠকই হোক কিংবা লোকসভায়, সাহায্য একের পর এক ঘটনায় সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ নিয়ে জল্পনা চরমে উঠেছে।

English summary
BJP leader Mukul Roy creates speculation on TMC's Sabyasachi Dutta. He told in loksabha electionshe ( Sabyasachi Dutta) helped BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X