For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাকে পিছিয়ে দিতে চাইছে তৃণমূল, পুরভোট প্রসঙ্গে আক্রমণ মুকুল রায়ের

যে কোনও সময় ভোটে তৈরি বিজেপি, কোথায় ভুল জানালেন মুকুল

  • |
Google Oneindia Bengali News

যে কোনও সময় পুর ভোট হোক, তৈরি আছে বঙ্গ বিজেপি। এদিন রাজ্য নির্বাচন কমিশনের অফিস থেকে বেরিয়ে এমনটাই মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। নির্বাচনের দিন ঘোষণায় যাতে পরীক্ষার্থীদে কোনও অসুবিধা নায় হয়, তার জন্য এক প্রতিনিধি দল নিয়ে তিনি কমিশনের দরবার করেন।

রাজ্য চায় ভোট হোক এপ্রিলে

রাজ্য চায় ভোট হোক এপ্রিলে

রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্যে পুরসভার ভোট হোক এপ্রিলে। ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হতে পারে। এছাড়াও বাকি পুরসভাগুলির নির্বাচন হতে পারে ১৯ ও ২৬ এপ্রিল । ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গ এবং ২৬ এপ্রিল উত্তরবঙ্গের পুরসভাগুলির নির্বাচন হতে পারে। ভোটের ফল ঘোষণা হতে পারে ২৯ এপ্রিল।

পরীক্ষার্থীদের অসুবিধা করে যেন ভোট না করা হয়

পরীক্ষার্থীদের অসুবিধা করে যেন ভোট না করা হয়

এদিন রাজ্য নির্বাচন দফতর থেকে বেরিয়ে মুকুল রায় বলেন, পরীক্ষার দিন যেন এমনভাবে ফেলা না হয়, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা হয়। সাধারণভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে প্রচার নিষিদ্ধ। ফলে সেই সময় যাতে ভোটের নির্ঘন্ট ফেলা না হয়, তার জন্য বিজেপির তরফে আবেদন জানানো হয়েছে।

 যে কোনও সময় ভোটে তৈরি বিজেপি

যে কোনও সময় ভোটে তৈরি বিজেপি

রাজ্য নির্বাচন কমিশনে বিজেপির দরবারের কথা আগেই জানানো হয়েছিল। সেখানে কারণ হিসেবে বলা হচ্ছিল, এপ্রিলে ভোট হলে তৈরি নয় বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে মুকুল রায় এর প্রতিবাদ করেন। তিনি বলেন ভুল হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যে কোনও সময় ভোটে লড়াইতে তৈরি বিজেপি।

ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ২৪ দিন সময়

ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ২৪ দিন সময়

মুকুল রায় এদিন বলেন, ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচনের জন্য ২৪ দিন সময় পাওয়া যায়। সব মিলিয়ে পুরো প্রচারের জন্য পাওয়া যায় ১৪ দিন। এই সময় যাতে পাওয়া যায় তাঁর জন্য দাবি করেছেন মুকুল রায়।

মুকুল রায়ের নেতৃত্বেই পুরভোটে লড়াই বিজেপির

মুকুল রায়ের নেতৃত্বেই পুরভোটে লড়াই বিজেপির

এবারের পুর নির্বাচনে রাজ্যে মুকুল রায়েই নেতৃত্বে লড়াইয়ে নেমেছে বিজেপি। তাঁর সহযোগী করা হয়েছে বিজেপি অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় সিংকে। নির্বাচনী কমিটিতে রয়েছেন দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও।

English summary
BJP leader Mukul Roy claims party is ready for Municipal Election. Delegation led by him met State Election Commission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X