For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়

জোট সম্ভাবনার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন একদা তাঁরই অনুগত সৈনিক সাম্প্রতিক বঙ্গ বিজেপির মুখ মুকুল রায়।

Google Oneindia Bengali News

সম্প্রতি দিল্লির রাজনীতিতে বিজেপি বিরোধী জোটের প্রবল আওয়াজ উঠেছে। এবার সেই জোট সম্ভাবনার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন একদা তাঁরই অনুগত সৈনিক সাম্প্রতিক বঙ্গ বিজেপির মুখ মুকুল রায়। বাংলার মুখ্যমন্ত্রীকে তীব্র শ্লেষ দেগে তিনি বলেন, আগে জোটের নেতা কে হবেন, তাঁর নাম জোর গলায় বলুন মমতা। তারপর তিনি বিজেপি হটানোর ডাক দেবেন। প্রসঙ্গতই নেত্রীকে লক্ষ্য করে ধেয়ে আসে অব্যর্থ বাণ। তিনি প্রশ্ন ছোড়েন- আপনি কি জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে মানবেন?

মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়

[আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ][আরও পড়ুন: মুকুলকে ঝটকা দিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, ঘরে ফিরেই বিস্ফোরক তোপ]

সম্প্রতি এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি। শিবসেনার মতো প্রবল হিন্দুত্ববাদী দলও এখন বিজেপির সঙ্গে থাকতে চাইছে না। বেসুরো বাজছে এনডিএ-র আরও অনেক শরিক। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি-বিরোধী জোট গঠনে মুখ্য ভূমিকা নিতে উদ্যোগী হচ্ছেন। বিজেপি বিরোধী দলগুলোকে এক ছাতার তলায় আনার কাজ চুপিসারে করে চলেছেন তিনি।

রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিজেপির এক সভা থেকে তাঁর প্রাক্তন নেত্রীকে মুকুল রায় চ্যালেঞ্জ ছুড়লেন জোট ইস্যু তুলে ধরে। তিনি মমতার উদ্দেশ্যে জানাতে বলেন জোটের নেতার নাম। রাহুল গান্ধীর নাম করেও খোঁচা দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, রাহুলের নেতৃত্ব মানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা রয়েছে। তা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বহুচর্চিত। তাই সেই কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন মুকুল রায়।

মমতা কি রাহুলকে মানেন! বিজেপি-বিরোধী জোট প্রসঙ্গে তীব্র শ্লেষ মুকুলের গলায়

[আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ][আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে চললেন বিধায়ক! শুভেন্দুর হানায় নিজ-গড়ে আরও 'দুর্বল' অধীর ]

এদিন বর্ধমানের কাঁকসার আমলাজোড়ায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন মুকুল রায়। তারপর এক সভায় যোগ দিয়ে তিনি একের পর এক তোপ দেগে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। হুঁশিয়ারি দিন মাধ্যমিক পরীক্ষার পর এখানে বড় সভা করে শক্তি প্রদর্শন করার। সেইসঙ্গে তিনি হুঙ্কার ছাড়েন- পঞ্চায়েতের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে ছাড়বেন তিনি। বহু কর্মী বিজেপিতে যোগদান করবেন। আর পঞ্চায়েতের ফলাফলের পরই বুঝতে পারবে তৃণমূল, তাঁদের কী ক্ষতি হয়েছে।

English summary
BJP leader Mukul Roy attacks Mamata Banerjee on the issue of anti BJP alliance. Mamata Banerjee now tries to do united opponent parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X