For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁকুড়ার পরে পশ্চিম মেদিনীপুরের রোড শো মিঠুনের, রাস্তায় মানুষের ঢল

২৫ মার্চের পরে ফের রোড শোতে মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। প্রথমদফার প্রচারের শেষ দিনে তিন কেন্দ্রে রোড শো-এর পরে এদিন সকালে ইন্দাসে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। এরপর তিনি এদিন রোড শো করেন কেশপুর

  • |
Google Oneindia Bengali News

২৫ মার্চের পরে ফের রোড শোতে মহাগুরু মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। প্রথমদফার প্রচারের শেষ দিনে তিন কেন্দ্রে রোড শো-এর পরে এদিন সকালে ইন্দাসে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। এরপর তিনি এদিন রোড শো করেন কেশপুর, ডেবরা, চন্দ্রকোনাতে । রাজ্যে বিজেপির (bjp) ফল নিয়ে মিঠুন আশাবাদী বলেও জানিয়েছেন।

ইন্দাস দিয়ে শুরু

ইন্দাস দিয়ে শুরু

এদিন সকালে বাঁকুড়ার ইন্দাসে রোজ শো করেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। সেখানও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন তাঁকে দেখতে। এদিনের রোজ শোতে বিজেপির ফল নিয়ে মিঠুনকে আত্মবিশ্বাসী দেখা গিয়েছে। তিনি বলেছেন, তিনি ১০০% আশাবাদী বিজেপির ফল নিয়ে। বাংলায় পরিবর্তন আসন্ন বলেও মন্তব্য করেছেন তিনি।

পশ্চিম মেদিনীপুরে রোড শো মিঠুনের

পশ্চিম মেদিনীপুরে রোড শো মিঠুনের

বিকেলের আগে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, ডেবরা, চন্দ্রকোনাতে রোড শো করেন মহাগুরু। কেশপুর দিয়ে শুরু হয় পশ্চিম মেদিনীপুরের রোড শো। তবে এদিন কেশপুরে মিঠুনের রোড শো-এর আগে কেশপুরে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এবং বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা প্রতিরোধে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। পরে সেখানে কেশপুর থানার পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

 শালতোড়া দিয়ে রাজ্যে প্রচার শুরু

শালতোড়া দিয়ে রাজ্যে প্রচার শুরু

৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে ব্রিগেডের সমাবেশে বিজেপিতে যোগ দেওয়া পরে ২৫ মার্চ বাঁকুড়ার শালতোড়ায় প্রথম রোড শো কেন মিঠুন চক্রবর্তী। সেখানে মিঠুনকে দেখতে মানুষের ঢল নামে। পরিস্থিতি এতটাই হাতে বাইরে চলে যায় যে, মিঠুন চক্রবর্তীকে ১৫ মিনিট হেলিকপ্টারের ভিতরেই বসে থাকতে হয়েছিল। সেদিন শুধু শালতোড়াতেই নয় পুরুলিয়ার মানবাজার এবং কেশিয়ারিতে রোড শোতে অংশ নেন তিনি। শালতোড়ায় বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায় মিঠুনকে। গরিবদের জন্য লড়াই করার কথা বিজেপি প্রার্থীকে বলেছিলেন তিনি।

নন্দীগ্রামেও যাবেন মিঠুন

নন্দীগ্রামেও যাবেন মিঠুন

রাজ্যে দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল। সেদিন ভোট হবে নন্দীগ্রামে। এই নন্দীগ্রামেও রোড শো-তে অংশ নেবেন মিঠুন। ৩০ মার্চ টেঙ্গুয়া মাড় থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত রোড শো করবেন তিনি। প্রার্থী হলেই তিনি স্বার্থপর হয়ে যাবেন, তাই তিনি এবারের নির্বাচনে দাঁড়াননি। তবে কাশীপুর-বেলগাছিয়ায় ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। এব্যাপারে মিঠুন বলেছেন, কলকাতায় আসলে যদি প্রোডিউসরের কাজ থাকে তাহলে তিনি হোটেলে ওঠেন, না হলে কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়িতে। তাই সেখানে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন।

মাঝ আকাশে বিমানের আপতকালীন দরজা খোলার চেষ্টা যাত্রীর, তারপর...মাঝ আকাশে বিমানের আপতকালীন দরজা খোলার চেষ্টা যাত্রীর, তারপর...

English summary
BJP leader Mithun Chakraborty's road show in Bankura and West Midnapur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X