For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর টাকায় ক্লাবে ক্লাবে বোমা গুলি তৈরি হচ্ছে. বেলেঘাটা বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি লকেটের

পুজোর টাকায় ক্লাবে ক্লাবে বোমা গুলি তৈরি হচ্ছে. বেলেঘাটা বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি লকেটের

Google Oneindia Bengali News

পুজোর টাকায় ক্লাবে ক্লাবে বোমা-গুলি তৈরি হচ্ছে। েবলেঘাটা বিস্ফোরণ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এনআইএ তদন্তের দাবি জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, মানুষ ভোট দেবে না বুঝতে পেরেই বোমা-গুলি দিয়ে ভয় দেখানোর পরিকল্পনা করছেন মমতা। মানুষকে মেরে ভোটে জিততে চায় তৃণমূল কংগ্রেস।

বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণ

বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণ

মঙ্গলবার সকালে হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে উঠল বেলেঘাটা। গান্ধী আশ্রমের পাশের ক্লাবে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ক্লাবটির একাংশ উড়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে দেখেছেন ডিসি নর্থ। বোম্ব স্কোয়াডও এলাকায় তল্লাশি চালিয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়।

এনআইএ তদন্তের দাবি

এনআইএ তদন্তের দাবি

বেলেঘাটায় ক্লাবে বিস্ফোরণের ঘটনা সহজভাবে নিতে রাজি নয় বিজেপি। লকেট চট্টোপাধ্যায় আক্রমণ শানিয়ে বলেছেন, পুজোর টাকায় ক্লাবে ক্লাবে বোমা গুলি তৈরি হচ্ছে। বেলেঘাটা বিস্ফোরণ কাণ্ডের এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি রাজ্যের সব ক্লাবে তল্লাশি চালানোর দাবি করেছেন। ভোট পাবে না বুঝতে পেরেই মানুষকে মারার চক্রান্ত করছে তৃণমূল।

বোমা-গুলির সরকার

বোমা-গুলির সরকার

মমতার সরকার বোমা-গুলির সরকার। আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি অভিযোেগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতেই রাজ্যে বোমা গুলির কারখানা গড়ে উঠেছে। আর বেশিদিন রাজ্যে মমতা সরকার থাকবে না বলে আক্রমণ শানিয়েছেন জয়প্রকাশ মজুমদার। তিনিও অভিযোগ করেছেন পুজোর টাকায় রাজ্যের ক্লাবগুলিতে বোমা-গুলির কারখানা হয়ে উঠছে।

আতঙ্ক এলাকায়

আতঙ্ক এলাকায়

পুজোর আগে বেলেঘাটায় এই ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। অনেকে দাবি করেছেন বিস্ফোরণের পর সেখান থেকে বাইকে করে ২ জনকে পালাতে দেখা গিয়েছে। তাঁদের মুখ গামছায় ঢাকা ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও পুলিসের সামনে এই নিয়ে মুখ খুলতে চাননি কেউ।

মুকুলের পালের হাওয়া কাড়তে কৌশল পিকে-অভিষেকের, অমিতের সফরের আগে জল্পনামুকুলের পালের হাওয়া কাড়তে কৌশল পিকে-অভিষেকের, অমিতের সফরের আগে জল্পনা

English summary
BJP leader Locket Chatterjee want NIA investigation of Beleghata blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X