For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুপ কেন মুখ্যমন্ত্রী? রাষ্ট্রপতির নামে কুকথা, দিল্লি থানায় অখিল গিরির নামে অভিযোগ দায়ের লকেট চট্টোপাধ্যায়ের

চুপ কেন মুখ্যমন্ত্রী? রাষ্ট্রপতির নামে কুকথা, দিল্লি থানায় অভিযোগ দায়ের লকেট চট্টোপাধ্যায়ের

Google Oneindia Bengali News

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুকথা। অখিল গিরির বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সরাসরি এই নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। কেন অখিল গিরিকে এখনো বরখাস্ত করা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অখিল গিরির নামে দিল্লিতে থানায় অভিযোগ

অখিল গিরির নামে দিল্লিতে থানায় অভিযোগ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে টিএমসি বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দিল্লিতে নর্থ অ্যাভিনিউ থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, দেশের সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তাঁকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করার সাহস কি করে দেখান তিনি। তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল কংগ্রেস। সরাসরি এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি এখনও এই নিয়ে কেনও কোনও কথা বলছেন না বলে অভিযোগ করেছেন তিনি।

অখিল গিরির অপসারণ দাবি

অখিল গিরির অপসারণ দাবি

তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরির অপসারণ দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কেন তাঁর দলের বিধায়ককে নিয়ে কোনও পদক্ষেপ করছেন না। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দাবি করেছেন অখিল গিরি। তিনি বলেছেন অবিলম্বে অখিল গিরিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা রাষ্ট্রপতিকে সম্মান করেন না বলে তীব্র নিশানা করেছেন লকেট চট্টোপাধ্যায়।

খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

খাদ্য প্রতিমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

এদিকে বাঁকুড়ায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাণ্ডিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আন্দোলনকারীরা। আদিবাসী সমাজের অপমান করা হয়েছে বলে অভিযোগ করে খাতরায় বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পথ অবরোধ করে খাতরায় বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেসময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্নামন্ত্রী। তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। আদিবাসী সমাজের প্রতিনিধিদের আশ্বস্ত করে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। ইতিমধ্যেই খাতড়া থানায় অভিযোগ দায়ের করেছে আদিবাসী সমাজের প্রতিনিধিরা।

অখিল গিরির নামে এফআইআর

অখিল গিরির নামে এফআইআর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে রাজ্যে এফআইআর দায়ের করা হয়েছে। অখিল গিরিকে গ্রেফতারের দাবিতে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। যদিও নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কারামন্ত্রী। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি লিখে ক্ষমাও চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে অখিল গিরির এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

গুজরাত নির্বাচনের আগেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট, একাধিক নেতার নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার হুমকিগুজরাত নির্বাচনের আগেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকট, একাধিক নেতার নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতার হুমকি

English summary
Locket Chatterjee file complain against Akhil Giri at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X