For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়াদের নিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে তৈরি বিজেপি! আসছেন কৈলাস বিজয়বর্গীয়

তৃণমূলের দখলে থাকা মতুয়া ভোটব্যাঙ্ককে এবার নিজেদের দিকে আনতে চায় বিজেপি। সঙ্গে এনআরসি নিয়েও মতুয়াদের সঠিক ভাবে বোঝাতে চায় তারা।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের দখলে থাকা মতুয়া ভোটব্যাঙ্ককে এবার নিজেদের দিকে আনতে চায় বিজেপি। সঙ্গে এনআরসি নিয়েও মতুয়াদের সঠিক ভাবে বোঝাতে চায় তারা। তৃণমূল মতুয়াদের মধ্যে এনআরসি নিয়ে ভুল বুঝিয়েছে বলেও অভিযোগ।

মতুয়াদের নিয়ে তৃণমূলকে ধাক্কা দিতে তৈরি বিজেপি! আসছেন কৈলাস বিজয়বর্গীয়

এনআরসি নিয়ে কেন্দ্রের অবস্থান পরিষ্কার করতে বৃহস্পতিবার গোপালনগরের হরিশপুর যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানে মুকুল রায়ের থাকার কথা রয়েছে বলেও জানা গিয়েছে।

এনআরসি-র বিরোধিতায় পথে নেমেছিলেন ঠাকুরবাড়ির সদস্য মমতাবালা ঠাকুর। মতুয়া মহাসংঘের সভাধিপতি ছাড়াও তিনি তৃণমূলের সাংসদও বটে। অসমে এনআরসি নিয়ে আন্দোলন করতে গিয়ে তাঁকে নিগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। অগাস্ট মাস জুড়ে তৃণমূলের তরফে এনআরসির বিরোধিতায় প্রচারও করা হয়। তারই বিরোধিতায় বিজেপি। বিজেপি অবশ্য এবিষয়ে পাশে পেয়েছে, মতুয়াদেরই অপর একটি অংশকে। যার নেতৃত্বে মমতাবালা ঠাকুরেরই ঘনিষ্ঠ আত্মীয়। সারা ভারত মতুয়া মহাসংঘ নামে ওই সংগঠনের সভাধিপতি শান্তনু ঠাকুর।

[আরও পড়ুন: মমতার বিরুদ্ধেই কার্যত সিবিআই তদন্ত! 'সাক্ষী'দের জিজ্ঞাসাবাদ শুরু][আরও পড়ুন: মমতার বিরুদ্ধেই কার্যত সিবিআই তদন্ত! 'সাক্ষী'দের জিজ্ঞাসাবাদ শুরু]

তৃণমূলের তরফে এনআরসি নিয়ে আন্দোলনে যাঁরা পথে নেমেছিলেন, তাঁদের কেউই প্রকৃত মতুয়া নন বলে দাবি করেছেন শান্তনু ঠাকুর।

[আরও পড়ুন: মমতার নির্দেশ মেনেছিল মাওবাদীরা! বিস্ফোরক মুকুল রায় ][আরও পড়ুন: মমতার নির্দেশ মেনেছিল মাওবাদীরা! বিস্ফোরক মুকুল রায় ]

অন্যদিকে, মমতাবালা ঠাকুরের কার্যত দাবি, তাঁরাই মতুয়াদের প্রতিনিধিত্ব করছেন। ফলে বৃহস্পতিবারের বৈঠকে তাঁদের তরফে কেউই যোগ দেবেন না।

English summary
BJP leader Kailash Vijayvargiya will attened a meeting at Gopalnagar in North 24 Parganas on NRC issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X