For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ৭ সাংসদের 'তৃণমূল-যোগে'র বদলা! সরকার ফেলতে কৈলাশের হাতে বিধায়কদের তালিকা

বিধানসভা নির্বাচনের মুখে দলবদল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর সেই দলবদলে সংখ্যাটাও ভাবিয়ে তুলছে রাজনৈতিক প্রতিপক্ষকে। এদিন রাজ্যে বিজেপির (bjp) পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvarghiya) দাবি করেন, তাঁর কা

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনের মুখে দলবদল একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আর সেই দলবদলে সংখ্যাটাও ভাবিয়ে তুলছে রাজনৈতিক প্রতিপক্ষকে। এদিন রাজ্যে বিজেপির (bjp) পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvarghiya) দাবি করেন, তাঁর কাছে ৪১ তৃণমূল (trinamool congress) বিধায়কের তালিকা রয়েছে, যাঁরা বিজেপিতে যোগ দিতে চান।

শনিবার শুরু হচ্ছে করোনার টিকাকরণের কাজ! কর্মসূচির সূচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়শনিবার শুরু হচ্ছে করোনার টিকাকরণের কাজ! কর্মসূচির সূচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কৈলাশের কাছে ৪১ বিধায়কের তালিকা

কৈলাশের কাছে ৪১ বিধায়কের তালিকা

এদিন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় দাবি করেছেন, তাঁর কাছে ৪১ জন বিধায়কের তালিকা রয়েছে। তাঁরা সবাই বিজেপিতে যোগ দিতে চান বলে দাবি করেছেন তিনি। কৈলাশের আরও দাবি এঁদের সবাইকে অন্তর্ভুক্ত করলে বাংলার সরকার পড়ে যাবে। তিনি কটাক্ষ করে বলেছেন, সবাই অনুভক করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে যাচ্ছে।

ঝাড়াই, বাছাই করছে বিজেপি

ঝাড়াই, বাছাই করছে বিজেপি

তৃণমূল থেকে দলে দলে লোক ঢুকছে বিজেপিতে। অনেক জায়গাতেই যা নিয়ে বিস্তর গণ্ডগোল তৈরি হয়েছে। কোনও এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি করে আসা লোকজন অভিযোগ করেছেন, যাঁরা তৃণমূলের হয়ে তাঁদের ওপরে হামলা চালিয়েছে, তাঁরাই এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। যা নিয়ে কোনও কোনও জায়গায় বিক্ষোভও হয়েছে। যোগদান সভা ভণ্ডুলও হয়েছে। তাই এবার অনেকটাই সতর্ক বিজেপি নেতৃত্ব। যাঁরা বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেছেন, তাঁদের মধ্যে কাকে নেওয়া হবে, আর কাকে নেওয়া হবে না, তা পর্যালোচনা করছে বিজেপি।

সবার জন্য দরজা খোলা বলেছেন দিলীপ ঘোষ

সবার জন্য দরজা খোলা বলেছেন দিলীপ ঘোষ

জল্পনা তৈরি হয়েছে, কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দিতে পারেন। এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সবার জন্য বিজেপির দরজা খোলা। তবে ইতিমধ্যে্ই অধিকারী পরিবারের মেজো ও ছোট ছেলে শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। দিলীপ ঘোষ আরও দাবি করেছেন, অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইলেও মামলার ভয়ে পিছিয়ে যাচ্ছেন।

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি

জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি

দিন দুয়েক আগে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, বিজেপির অন্তত সাতজন সাংসদ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। মে মাসের মধ্যেই তাঁরা তৃণমূলে যোগ দেবেন। আর ইতিমধ্যেই যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরাও তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দিক থেকে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা ফিরতে চাইলে স্বাগত বলেও জানিয়েছেন তিনি। এমন কি শুভেন্দু অধিকারীও ফিরে আসতে পারেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

কুণাল ঘোষের দাবি

কুণাল ঘোষের দাবি

জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁদের সঙ্গে যোগাযোগকারী বিজেপির সাংসদের সংখ্যা সাত বলে দাবি করলেন, তার মধ্যে মনোনীত এবং নির্বাচিত দুই ধরনের সাংসদ আছে বলে দাবি করেছেন তিনি।

English summary
BJP leader Kailash Vijayvarghiya claims he has a list if 41 TMC mlas those are want to join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X