For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়প্রকাশ এর আক্রমণ! সরকারি স্কোরারের মতে এবার বাংলাতেও মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি করে ফেলল

জয়প্রকাশ এর আক্রমণ! সরকারি স্কোরারের মতে এবার বাংলাতেও মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি করে ফেলল

  • |
Google Oneindia Bengali News

লাশ গুম করা, লাশ লুকিয়ে ফেলা, লাশ লুকিয়ে লুকিয়ে পুড়িয়ে ফেলা আত্মীয়দের না জানিয়ে, এ রাজনীতি আর করবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আবেদন জানালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। প্রসঙ্গত শুধু বিজেপি নয়, রাজ্যে প্রায় সবকটি বিরোধী দলের তরফ থেকে বেশ কিছু দিন আগে পর্যন্ত করোনায় মৃতদের লাশ গুম করার কথা বলা হচ্ছিল।

 মৃতের সংখ্যা বাড়লে কেউ দোষ দিত না মমতাকে

মৃতের সংখ্যা বাড়লে কেউ দোষ দিত না মমতাকে

জয়প্রকাশ মজুমদার বলেছেন, এখন ১০০ জায়গায় যদি মৃতের সংখ্যা ২০০ তে পৌঁছে যেত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দোষ দিত না। প্রসঙ্গত শনিবারের নিরিখে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৯৯। আর কো-মরবিডিটির কারণে মৃতের সংখ্যা ৭২। তবে এই ৭২- সংখ্যাটার দীর্ঘদিন কোনও পরিবর্তন হয়নি।

পরিযায়ী শ্রমিকদের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেয়নি সরকার

পরিযায়ী শ্রমিকদের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেয়নি সরকার

জয়প্রকাশ মজুমদারের অভিযোগ এখনও পর্যন্ত পরিযায়ীদের জন্য সরকার দুটি ট্রেন চালিয়েছে। একটি কেরল থেকে আর অপর একটি রাজস্থান থেকে। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থা খুব খারাপ বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার সেঞ্চুরি পেরোবে মৃতের সংখ্যা

রবিবার সেঞ্চুরি পেরোবে মৃতের সংখ্যা

জয়প্রকাশ মজুমদার বলেন, বেসরকারিভাবে অনেকদিন আগে করোনায় মৃতের সংখ্যা সেঞ্চুরি পার করে গেলেও, রবিবার মৃত্যুর সংখ্যা ঘোষণার সময় তা সেঞ্চুরি পেরিয়ে যাবে। কটাক্ষ করে তিনি বলেন, অফিসিয়াল স্কোরার কীভাবে মৃতের সংখ্যা নোট করছিলেন সবাই তা জানি। পরিজনদের না জানিয়ে কলকাতায় বহু দেহ ধাপার মাঠে পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার বাইরেও রাতের অন্ধকারে দেহ পোড়ানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, সংখ্যাতত্ত্ব নিয়ে রাজনীতি করবেন না। লুকিয়ে রেখে রোগ চেপে রাখা যায় না।

লাশ গুম করা অপরাধমূলক কাজ

লাশ গুম করা অপরাধমূলক কাজ

লাশ গুম করে দেওয়া সরকারকে মানায় না। এটা অপরাধমূলক কাজ। এবার সকলে মিলে লড়াইয়ের সময়। বলেছেন জয়প্রকাশ।

সরকার কি নেই, প্রশ্ন জয়প্রকাশের

সরকার কি নেই, প্রশ্ন জয়প্রকাশের

কেন্দ্রের চিঠির উত্তর দিচ্ছেন কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও'ব্রায়েন। তাহলে কি সরকার নেই, প্রশ্ন তুলেছেন তিনি। বাইরের লোক কেন উত্তর দিচ্ছেন প্রশ্ন তুলেছেন তিনি।

মমতার আত্মপ্রচারে কত টাকা খরচ, করোনা বরাদ্দের তুলনা দিয়ে জানতে চাইলেন রাহুল মমতার আত্মপ্রচারে কত টাকা খরচ, করোনা বরাদ্দের তুলনা দিয়ে জানতে চাইলেন রাহুল

English summary
BJP leader Jay Prakash Majumdar questions CM Mamata Banerjee's steps to fight Coronavirus. He alleged Govt is hiding dead bodies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X