For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিংসায় বাদ নেই পুজো, বাড়ির সামনেই গুলি! এসএসকেএম-এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিজেপি নেতা

হিংসায় বাদ নেই পুজো, বাড়ির সামনেই গুলি! এসএসকেএম-এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বিজেপি নেতা

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে রাজনৈতিক হিংসায় বাদ যাচ্ছে না পুজোর দিনগুলোও। বিজেপি (bjp) নেতার ওপর তৃণমূলের (trinamool congress) দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠল হাওড়ার বাগনান। গুরুতর আহত বিজেপি নেতার কিঙ্কর মাঝি। অষ্টমীর রাতে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরেই উত্তেজনা তৈরি হয় এলাকায়।

বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টা

বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টা

বাড়ির সামনেই বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টা। ঘটনাটি হাওড়ার বাগনানে। ঘটনাটি ঘটে অষ্টমীর রাতে। আশঙ্কাজনক অবস্থান কিঙ্কর মাঝি নামে বাগনান বিজেপির ৫ নম্বর মণ্ডলের সহ সভাপতিকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বিজেপি সূত্রে খবর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই বিজেপি নেতা। তাঁকে বেশ কয়েক বোতল বি পজেটিভ রক্ত দেওয়া হয়েছে।

বিজেপির নিশানায় তৃণমূল

বিজেপির নিশানায় তৃণমূল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে বসে গল্প করছিলেন ওই বিজেপি নেতা। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। খুব কাছ থেকে কিঙ্কর মাঝির ওপরে গুলি চালানো হয়। হামলার পরে অবশ্যই কোনও হামলাকারীকে ধরা যায়নি। এই ঘটনায় বিজেপির তরফে নিশানায় তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। বিজেপির তরফে হামলায় জড়িত হিসেবে পরিতোষ মাঝির নামে অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

এই হামলা নিয়ে দলের বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের দাবি, জমি বিবাদের জেরেই এই হামলা।

অক্টোবরেও হামলায় মৃত্যু বিজেপি নেতার

অক্টোবরেও হামলায় মৃত্যু বিজেপি নেতার

অক্টোবরেও হিংসায় মৃত্যু হয়েছে বিজেপি নেতার। দিন কয়েক আগে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের মৃত্যু হয় এসএসকেএম-এ। এলাকায় বিজেপির সভা উপলক্ষে পতাকা লাগানো হয়েছিল। কিন্তু সেই সভার অনুমতি না পাওয়া যাওয়ায় পরের দিন নাকি পতাকা খুলতে শুরু করে তৃণমূল। সেই সময় বাধা দিতে গেলে রবীন্দ্রনাথ মণ্ডল-সহ ৬ জন আহত হন। রবীন্দ্রনাথ মণ্ডলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ১৩ অক্টোবর কলকাতায় পাঠানো হয়। ১৯ অক্টোবর এসএসকেএম-এ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় বিজেপি ও পরিবারের তরফে প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হয়।

 রাজ্যে একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

রাজ্যে একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ

বিজেপির তরফে রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর ওপর হামলা ও হত্যার অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে এখনও পর্যন্ত ১২০ জনের বেশি বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। এই তালিকায় যুবকরাই বেশি বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি তাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও তোলা হয়েছে বিজেপির তরফে।


কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে

English summary
BJP leader from Bagnan Kinkar Manjhi is allegedly attacked by TMC goons
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X