For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভদ্রেশ্বরে খুন নিয়ে তৃণমূল-বিজেপির দোষারোপের পালা, বিস্তারিত জেনে নিন

মনোজ উপাধ্যায় পুরনো জায়গায় ফিরতে চাইছিলেন বলেই তাঁর এমন অবস্থা হল। এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বিজেপির বিরুদ্ধে খুনে রাজনীতির অভিযোগ করেছেন

  • |
Google Oneindia Bengali News

মনোজ উপাধ্যায় তাঁর পূর্ব পরিচিত এবং ভাল মানুষ। বুধবার এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির বিরুদ্ধে খুনে রাজনীতির অভিযোগ করেছেন।

[আরও পড়ুন: ভদ্রেশ্বরে নেতা খুনে দায়ী সিপিএম-বিজেপি, কেন এমন বলছে শাসকদল, জেনে নিন][আরও পড়ুন: ভদ্রেশ্বরে নেতা খুনে দায়ী সিপিএম-বিজেপি, কেন এমন বলছে শাসকদল, জেনে নিন]

ভদ্রেশ্বরে খুন নিয়ে তৃণমূল-বিজেপির দোষারোপের পালা, বিস্তারিত জেনে নিন

আগে আরএসএস করতেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। সেই কারণে তাঁর পূর্ব পরিচিত ছিলেন। বুধবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোজ উপাধ্যায় দক্ষ সংগঠক এবং সৎ মানুষ ছিলেন বলেও জানান দিলীপ ঘোষ। বিভিন্ন কারণে এক সময়ে আরএসএস ছেড়ে তিনি তৃণমূলে চলে যান বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

সম্প্রতি এলাকায় নানা কাজে মনোজ উপাধ্যায়কে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। কোনও কারণে হয়তো পুরনো জায়গায় তিনি ফিরতে চাইছিলেন বলে জানিয়েছেন তিনি। সেই কারণে মনোজ উপাধ্যায় খুন হয়ে থাকতে পারেন বলে মনে করছেন দিলীপ ঘোষ। কেননা দক্ষ সংগঠক হওয়ার কারণে তিনি দলবদল করলে ভদ্রেশ্বর তৃণমূল শূন্য হয়ে যেতে পারতো। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

এদিকে, তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মনোজ উপাধ্যায়ের খুন নিয়ে বিজেপির বিরুদ্ধে খুনের রাজনীতির অভিযোগ করেছেন। তদন্তে দিন কয়েকের মধ্যে আসল সত্য বেরিয়ে আসবে বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম।

English summary
BJP leader Dilip Ghosh told, murdered TMC leader of Bhadreswar is known to him. Previously he was in RSS. After he join TMC. At present he was facing registance in his area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X