For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একুশে মানুষ হিসেব বুঝে নেবে, মমতাকে একশোর নীচে নামাব', ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন দিলীপ

'একুশে মানুষ হিসেব বুঝে নেবে, মমতাকে একশোর নীচে নামাব', ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন দিলীপ

Google Oneindia Bengali News

বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরে কর্মিসভায় যোগ দিয়ে বিধানসভা ভোটে তৃণমূলের আসন সংখ্যা ১০০-র নীচে নামিয়ে আনার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার আগেই অবশ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী বাগনানে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপির সরকার।

একুশের তুমুল লড়াই

একুশের তুমুল লড়াই

একুশ কার? এই নিয়ে রীতিমত দড়ি টানাটানি চলছে বঙ্গ রাজনীতির মঞ্চে। করোনাকে ফুৎকারে উড়িয়ে বাংলার রাজনৈতীতির চরিত্র ছন্দে ফিরতে শুরু করেছে। প্রতিদিনই মিটিং, মিছিল, বিক্ষোভ, ধুন্ধুমার মারামারি লেগেই আছে শহর থেকে জেলায়। বিজেপি, কংগ্রেস, সিপিএম তো রয়েইছে। ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসও। প্রতিদিনই একাধিক ইস্যুতে নরম-গরম লড়াই চলছে তাবর রাজনৈতিক নেতাদের মধ্যে। তৃণমূল দখল রাখতে মরিয়া। বিজেপি দখল কাড়তে ঝাঁপিয়েছে। আর সিপিএম নিজেদের একমাত্র বিকল্প দাবি করে আন্দোলনের পারা চড়িয়েছে।

দিলীপের হুঁশিয়ারি

দিলীপের হুঁশিয়ারি

পশ্চিমমেদিনীপুরে কর্মিসভায় যোগ দিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে দলীয় কর্মীদের চাঙ্গা করতে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। একুশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ১০০-র নীচে নামাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। দিলীপ ঘোষ বলেছেন, 'একুশে ১০০-র নীচে নামাব মমতাকে, তখন বুঝবে কত ধানে কত চাল'।

পুলিসকে আক্রমণ

পুলিসকে আক্রমণ

বাগনানে মহিলা খুনের ঘটনা পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেছেন, 'পুলিস শাসক দলের হয়ে কাজ করছে। পুলিস যেন মনে রাখে চিরকাল সব এক থাকবে না। সরকার পাল্টে যাবে। আপনার চাকরি কিন্তু পাল্টাবে না। এই চাকরিই করতে হবে।'

দিলীপের সামনে গোষ্ঠি দ্বন্দ্ব

দিলীপের সামনে গোষ্ঠি দ্বন্দ্ব

গড়বেতায় দিলীপের কর্মিসভা চলাচালীন দ্বন্দ্ব শুরু হয়ে যায় বিজেপির দুই গোষ্ঠির মধ্যে। রাজ্য সভাপতির সভায় ঢুকতে না পেরে বিক্ষোভ দেখায় একদন বিজেপি কর্মী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষে রাজ্য সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আম্ফান ত্রাণ দুর্নীতি বিক্ষোভে বন্দুক উঁচিয়ে তেড়ে এলেন সিপিএম বিধায়কের রক্ষী, ধুন্ধুমার আমডাঙায়আম্ফান ত্রাণ দুর্নীতি বিক্ষোভে বন্দুক উঁচিয়ে তেড়ে এলেন সিপিএম বিধায়কের রক্ষী, ধুন্ধুমার আমডাঙায়

English summary
BJP leader Dilip Ghosh slams Mamata Banerjee on assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X