For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভুতের মুখে রামনাম', জিতেন্দ্র তিওয়ারির ক্ষোভ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

'ভুতের মুখে রামনাম', জিতেন্দ্র তিওয়ারির ক্ষোভ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

Google Oneindia Bengali News

আসানসোলকে স্মার্ট সিটি করা নিয়ে প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেছেন ভুতের মুখে রামনাম শুনছি। এটা কল্পনার বাইরে। এর আসল সত্যিটা জানতে হবে। এতোদিন জানতাম অন্যদলের বোর্ড থাকলে এরকম করে থাকে শাসক দল। এটা পুরো উল্টো। শাসক দলের মেয়রই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠিও দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

দিলীপের কটাক্ষ

দিলীপের কটাক্ষ

আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি প্রকাশ্যে রাজ্য সরকারে বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। রাজ্য সরকারকে আসানসোলের অনুন্নয়নের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন, 'ভুতের নামে রামনাম। এরকম ঘটনা আগে শুনিনি। আসল সত্যিটা জানতে হবে। এতোদিন জানতাম অন্যদল বোর্ড চালালে এরকম হয়।'

জিতেন্দ্রকে আক্রমণ

জিতেন্দ্রকে আক্রমণ

জিতেন্দ্র তিওয়ারিকে আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি আক্রমণ শানিয়ে বলেেছন, আসলে গা বাঁচাচ্ছেন জিতেন্দ্র। সত্যি যদি এটা ঘটে থাকে তাহলে মানুষকে উত্তর দিতে হবে। তাই আগে থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন আসানসোলের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। এর আগেও প্রকাশ্যে দিলীপের সঙ্গে বিবাদ জড়িেয়ছিলেন জিতেন্দ্র িতওয়ারি।

বিদ্রোহী জিতেন্দ্র

বিদ্রোহী জিতেন্দ্র

আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি হঠাৎ করে বিদ্রোহী হয়ে উঠেছে। আসানসোলের উন্নয়নের জন্য মমতা সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। রাজ্য সরকারের জন্য কেন্দ্রের কাছে স্মার্ট সিটির টাকা পায়নি আসানসোল এমনই অভিযোগ করেছেন তিনি। রাজ্য সরকার রাজনৈিতক কারণে কেন্দ্রের টাকা আটকেছে বলে অভিযোগ করে পুরমন্ত্রী ফিরহাদ হািকমকে চিঠি লিখেছেন জিতেন্দ্র তিওয়ারি।

গভর্নিং বডি থেকে পদত্যাগ

গভর্নিং বডি থেকে পদত্যাগ

পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লেখার পরেই গভর্নিং বডি থেকে পদত্যাগ করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি অভিযোগ করেছেন আসানসোলের সঙ্গে চরম বঞ্চনা হয়েছে। রাজ্য সরকার কিছুতেই টাকা দেয়নি আসানসোলের উন্নয়নে। একই সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কণ্ঠেও। আসানসোলের সঙ্গে চরম বঞ্চনা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়ও। কেবল মাত্র রাজনৈতিক কারণেই আসানসোলের উন্নয়নের একাধিক প্রকল্প ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলে অভিযোগ করেছেন বাবুল।

কৃষক জেদে ১৯তম দিনেও স্তব্ধ দিল্লি, অবরোধের বিরুদ্ধে শীঘ্রই শুনানি শীর্ষ আদালতেকৃষক জেদে ১৯তম দিনেও স্তব্ধ দিল্লি, অবরোধের বিরুদ্ধে শীঘ্রই শুনানি শীর্ষ আদালতে

English summary
BJP leader Dilip Ghosh slam TMC leader Jitendra Tiwari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X