For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তথাগতকে দল ছাড়তে বললেন দিলীপ! 'লজ্জা' নিয়ে ভিন্ন সুর সুকান্ত-লকেটের, রদবদল ইঙ্গিতে জল্পনা

লজ্জা না পেয়ে দল ছাড়ুন। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়ের (Tathagata Roy) উদ্দেশে এমনটাই বললেন, অপর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাম্প্রতিক সময়ে তথাগত রায়কে আক্রমণ শানাতে দেখা গিয়েছে দিলী

  • |
Google Oneindia Bengali News

লজ্জা না পেয়ে দল ছাড়ুন। রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়ের (Tathagata Roy) উদ্দেশে এমনটাই বললেন, অপর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাম্প্রতিক সময়ে তথাগত রায়কে আক্রমণ শানাতে দেখা গিয়েছে দিলীপ ঘোষ-সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। দিলীপ ঘোষ তথাগত রায়ের দল ছাড়ার কথা বললেও, ভিন্ন মত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) ।

কতদিন আর লজ্জা পাবেন

কতদিন আর লজ্জা পাবেন

রাজ্যে দলের পরিস্থিতির জন্য সরাসরি নাম না করে দিলীপ ঘোষ-সহ একাধিক কেন্দ্রীয় নেতাকে নিশানা করেছেন তথাগত রায়। বলেছেন, এঁদের জন্য লজ্জা হয়। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, দল যাঁদেরকে সব থেকে বেশি দিয়েছে, তাঁরাই দলের সব থেকে বেশি ক্ষতি করে। এটা বিজেপির দুর্ভাগ্য, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গে তথাগত রায় মাম আমলে রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। এছাড়াও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি পাঁচবছর ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন।

তথাগত রায়ের আক্রমণ

তথাগত রায়ের আক্রমণ

গত কয়েকদিন ধরেই তথাগত রায় দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব সোশ্যাল মিডিয়ায়। দিন তিনেক আগে তথাগত রায়, সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছিলেন, সুর করে দিদি-দিদি ডাকায় যা ক্ষতি হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে মমতাকে বারমুডা পরতে বলায়,কারণ এর মধ্যে অশ্লীল ইঙ্গিত আছে। এখানে দিদি ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বারমুডার কথা বলেছিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তথাগত রায় বলেছিলেন, দল দালালদের জন্য কোল পেতে দিয়েছিল। গলবস্ত্র হয়ে তাদের এনেছিল। যারা আদর্শের জন্য বিজেপি করত তাদের বলা হয়েছিল, এতবছর ধরে কি করেছেন, ছিঁ..ছেন ? আমরা আঠারোটা সিট এনেছি। জুলিয়াস সিজারের মতো Vini Vidi Vici। এখন ভাঁড়ামো করলে হবে ? আজকে বিজেপির শোচনীয় পরিণতি এই সবের জন্যই। (এখানে তথাগত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট অপরিবর্তিত রাখা হয়েছে)।

ভিন্ন সুর সুকান্ত, লকেটের

ভিন্ন সুর সুকান্ত, লকেটের

তথাগত রায়ের মন্তব্য নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে তথাগত রায় কোনও দায়িত্বে নেই। সেই কারণে উনাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা কেন্দ্রীয় নেতৃত্ব নিতে পারে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, কারণ কোনও ক্ষোভ-বিক্ষোভ থাকলে তা দলের অভ্যন্তরে বলা উচিত।

শীঘ্রই বঙ্গ বিজেপিতে রদবদল

শীঘ্রই বঙ্গ বিজেপিতে রদবদল

বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক উপনির্বাচন নিয়ে আলোচনার হওয়ার সম্ভাবনা কম। এদিন এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, বঙ্গ বিজেপিতে রদবদল নিয়ে আলোচনা চলছে।

উপনির্বাচনে হারার পরে বিজেপির অভ্যন্তরে বহিরাগত 'দ্বন্দ্ব' প্রকাশ্যে! প্রকট হচ্ছে পদাধিকারীদের বাক্যবাণউপনির্বাচনে হারার পরে বিজেপির অভ্যন্তরে বহিরাগত 'দ্বন্দ্ব' প্রকাশ্যে! প্রকট হচ্ছে পদাধিকারীদের বাক্যবাণ

Recommended Video

বঙ্গ বিজেপিতে যথা সময়ে পরিবর্তন হবে, তার চর্চা চলছে |oneindia Bengali

English summary
As Thathagata Roy is vocal on BJP's losing in byelection, Dilip Ghosh says Tathagata Roy may leave party without feeling ashamed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X