বাংলায় পরীক্ষার্থী নেই! জয়েন্ট নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে ফের বিতর্ক
জয়েন্টে বাংলা নিয়ে তৃণমূলকে বিঁধতে গিয়ে নতুন করে বিতর্ক বাধিয়ে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বাংলায় জয়েন্টের পরীক্ষার্থীই নেই। পাশাপাশি তাঁর অভিযোগ, সঠিক সময়ে আবেদন করেনি রাজ্য সরকার। বাংলা নিয়ে রাজনীতি করার অভিযোগও তিনি করেছেন।

দিলীপ ঘোষের কথায় বিতর্ক
জয়েন্টের প্রশ্ন বাংলায় হওয়া নিয়ে বিতর্ক। সেই বিতর্কে কার্যত বাড়িয়েই দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমালোচনা জবাবে তিনি বলেছেন, বাংলা থেকে কতজন জয়েন্টে পরীক্ষা দেয়, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, বাংলায় পরীক্ষার্থীই নেই। বাংলার সরকারি স্কুলে পড়ে জয়েন্ট দেওয়া যায় কি, প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

গুজরাতের পরীক্ষার্থী নিয়ে দাবি দিলীপের
জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ দাবি করে বলেন, গুজরাত থেকে প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী জয়েন্টে পরীক্ষা দেয়।

সময়ে আবেদন করেনি সরকার
দিলীপ ঘোষের অভিযোগ, যেই সময়ে রাজ্যকে ভাষার জন্য আবেদন করতে বলা হয়েছিল, সেই সময় রাজ্য সরকার আবেদন করেনি। তৃণমূলের বিরুদ্ধে বাংলা নিয়ে রাজনীতি করার অভিযোগও তিনি করেছেন।

দিলীপ ঘোষের বক্তব্যকে কটাক্ষ
দিলীপ ঘোষের বক্তব্য লুফে নিয়ে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বাংলার মানুষের হয়ে এরা কথা বলে না। কত ছাত্র আছে তার ওপর ভাষা নির্ভর করে না বলেও জানিয়েছেন তিনি। এর আগে এদিন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এরা বাংলা বোঝে না, বাংলা পড়ে না, বাংলা লেখে না। এরা বাংলার ভাল কখনই চায় না। সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।